Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ম্যাচের তিনটিতেই জিতলো নিউজিল্যান্ড


৯ জুন ২০১৯ ০২:২৩

বিশ্বকাপের মূল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। নিজেদের প্রথম তিন ম্যাচেই জিতলো কিউইরা। আর অন্যদিকে তিন ম্যাচের তিনটিতেই হেরে তলানিতে অবস্থান আফগানদের। রশিদ খান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইবদের ৭ উইকেটে হারিয়েছে কিউইরা। বল হাতে জেমস নিশাম আর লুকি ফার্গুসনের তোপের পর ব্যাট হাতে দারুণ ছিলেন দলপতি কেন উইলিয়ামসন।

শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় টনটনে শুরু হয় ম্যাচটি। আগে ব্যাট করে ৪১.১ ওভারে আফগানরা গুটিয়ে যায় ১৭২ রানে। জবাবে, ৩২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে কিউইরা।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই আর নুর আলি জাদরান তুলে নেন ৬৬ রান। জাজাই ৩৪, নুর আলি ৩১ রান করেন। রহমত শাহ ০, দলপতি গুলবাদিন নাইব ৪, মোহাম্মদ নবী ৯, নাজিবুল্লাহ জাদরান ৪, ইকরাম ২, রশিদ খান ০, আফতাব আলম ১৪, হামিদ হাসান ৭ রান করেন। স্রোতের বিপরীতে ৯৯ বলে ৫৯ রান করেন হাশমতউল্লাহ শহিদী।

ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট কোনো উইকেট পাননি। জেমস নিশাম ১০ ওভারে ৩১ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। ৯.১ ওভারে ৩৭ রানের বিনিময়ে চারটি উইকেট নেন লুকি ফার্গুসন। কলিন ডি গ্রান্ডহোম নেন একটি উইকেট।

ম্যাচটির হাইলাইটস দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.rabbitholebd.com/details/21/76#

১৭৩ রানের ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই বিদায় নেন মার্টিন গাপটিল। আরেক ওপেনার কলিন মুনরো করেন ২২ রান। রস টেইলর ৫২ বলে করেন ৪৮ রান। তিন নম্বরে নামা দলপতি কেন উইলিয়ামসন ৯৯ বলে ৯টি চারের সাহায্যে করেন অপরাজিত ৭৯ রান। টম ল্যাথাম ১৩ রানে অপরাজিত থাকেন।

৮.১ ওভারে ৪৫ রান খরচায় তিনটি উইকেটই তুলে নেন আফতাব আলম। আর কেউই উইকেট পাননি।

বিজ্ঞাপন

ইংল্যান্ড বিশ্বকাপের দারুণ শুরু হয়েছে কিউইদের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কষ্টার্জিত দুই উইকেটের জয়। তবে কিউই দলের ক্রিকেটাররা আছেন দারুণ ফর্মে। অন্যদিকে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে খেলতে এসেছে ক্রিকেটে তরুণ আফগানিস্তান। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পায় আফগানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়াইয়ের আভাস দেয় তারা। তবে অস্ট্রেলিয়ার সাথে শক্তির লড়াইয়ে পেরে ওঠেনি রশিদ খান, মোহাম্মদ নবীরা। পরে লঙ্কানদের বিপক্ষেও ম্যাচ হেরেছে আফগানরা।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ নিউজিল্যান্ড র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর