Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেখানে শীর্ষে সাকিব, পাঁচে মুশফিক, মাঝে তিন ইংলিশ


৯ জুন ২০১৯ ০৩:৪৮ | আপডেট: ৯ জুন ২০১৯ ০৪:২০

চলতি বিশ্বকাপের ১৩টি ম্যাচ শেষ। এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিন নম্বরে নামা সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের পাশাপাশি ব্যাট হাতে দারুণ করে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। বিশ্বকাপের ১৩টি ম্যাচ শেষে সাকিব-মুশফিক উঠে এসেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে।

বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘদিনের দুই পরীক্ষিত ব্যাটসম্যান সাকিব-মুশফিক। এই দু’জন মিলে জুটি গড়ে বাংলাদেশকে কম ম্যাচে পথ দেখাননি। আর ২০১৯ সালের পরিসংখ্যান বলছে, বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম এই দুই স্তম্ভ কোনো ম্যাচে জুটি বাঁধলেই অন্তত ৫০ রান উঠে আসছে সেই জুটিতে। এ বছর সাকিব ইনজুরির কারণে সব ম্যাচ খেলতে পারেননি। তবে ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপে যতগুলো ম্যাচে দু’জন সুযোগ পেয়েছেন, গড়েছেন অন্তত হাফ সেঞ্চুরি পার্টনারশিপ, এর মধ্যে দু’টি পার্টনারশিপ রয়েছে শতরানেরও। দুটিই এই বিশ্বকাপে।

বিজ্ঞাপন

১৩ ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে সাকিব। ৩ ম্যাচের তিন ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ২৬০ রান, ব্যাটিং গড় ৮৬.৬৬। চলতি বিশ্বকাপে ২৭১ বল মোকাবেলা করা সাকিব দুটি ফিফটি আর একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৭টি বাউন্ডারি। স্ট্রাইকরেট ৯৫.৯৪। সর্বোচ্চ ইংল্যান্ডের বিপক্ষে ১২১।

এই তালিকায় দুই থেকে চারে আছেন যথাক্রমে তিন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়, জস বাটলার এবং জো রুট। আর পাঁচে আছেন মুশফিক। জেসন রয় একটি সেঞ্চুরি আর একটি ফিফটিতে ৭১.৬৬ গড়ে করেছেন ২১৫ রান। বাটলার ৬১.৬৬ গড়ে এক সেঞ্চুরি আর এক ফিফটিতে করেছেন ১৮৫ রান। চারে থাকা জো রুট ৫৯.৬৬ গড়ে এক সেঞ্চুরি আর এক ফিফটিতে করেছেন ১৭৯ রান।

বিজ্ঞাপন

পাঁচে থাকা মুশফিকের রান ১৪১। ৪৭ গড়ে মুশফিক রান তুলেছেন ৮৫.৪৫ স্ট্রাইকরেটে। ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করেছেন মুশফিক।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ৫৩ বলে ফিফটি পূর্ণ করা সাকিব ৯৫ বলে সেঞ্চুরির দেখা পান। বিশ্বকাপে এটাই সাকিবের প্রথম সেঞ্চুরি। তবে, চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচের তিনটিতেই ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেললেন সাকিব। শুধু কি তাই, ওয়ানডে ক্যারিয়ারে পেলেন অষ্টম সেঞ্চুরির দেখা। এখানেই শেষ নয়, টানা চার বিশ্বকাপ খেলতে আসা সাকিব টানা তৃতীয় বিশ্বকাপে বিশ্বসেরা অললাউন্ডার হিসেবে খেলতে নামেন। সাকিব তার খেলা সবশেষ সাত ইনিংসের পাঁচটিতে ফিফটি আর একটিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৪০তম ওভারে বেন স্টোকসের ইয়র্কার সামলাতে না পারলে বোল্ড হন সাকিব। তার আগে ১১৯ বলে ১২টি চার আর একটি ছক্কায় সাকিব করেন ১২১ রান।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল র‌্যাবিটহোল সাকিব-মুশফিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর