আরেকটি প্রতারণা? কোহলির ক্ষোভ আর বেইল রহস্য
৯ জুন ২০১৯ ২৩:০৭
চলমান বিশ্বকাপের ১৪তম ম্যাচে খেলছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া-ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৩৫৩ রানের টার্গেটে ব্যাট করছে। অজিরা ফিল্ডিংয়ে নামলে লন্ডনের দ্য ওভালের গ্যালারি থেকে ভারতীয় সমর্থকরা তাদের ‘প্রতারক‘ বলে ধুয়ে দিতে থাকে। প্রতারণার কোনো ঘটনা এই ম্যাচে ঘটেছে কী না তা এখনই বোঝা মুশকিল। তবে, ভারতীয় উগ্র সমর্থকদের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন দলপতি বিরাট কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পান স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তরুণ ব্যাটসম্যান ব্যানক্রফট। তিনি পকেট থেকে স্যান্ডপেপার (এক ধরনের সিরিশ কাগজ) বের করে বলে ঘষেছিলেন এবং পরে পেপারটি নিজের জার্সিতে লুকিয়ে ফেলেছিলেন। চলতি বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে স্মিথ-ওয়ার্নার ফিরলেও ব্যানক্রফটের সুযোগ মেলেনি। স্মিথ-ওয়ার্নারও আছেন দুর্দান্ত ফর্মে।
এদিকে, অজিদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশ সমর্থকরা আগেই জানিয়ে রেখেছে, স্বস্তিতে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে খেলতে দেবে না। এর কিছুটা নমুনা পাওয়া গিয়েছিল আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে। অজিদের দিকে গ্যালারি থেকে ‘চিটার‘ ‘চিটার‘ ব্যঙ্গ ছুটে এসেছিল। বিশেষ করে ওয়ার্নার আর স্মিথকে লক্ষ্য করেই ইংলিশ দর্শকরা প্রতারক-প্রতারক বলে চিৎকার করতে থাকে। অজিরা সেটি গায়ে মাখেনি।
আজ ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ে নামলে একইভাবে অজিদের ব্যঙ্গ করা হয়েছে। বাউন্ডারি সীমানায় স্মিথ ফিল্ডিংয়ে গেলে ভারতীয় সমর্থকরা ‘চিটার‘ চিটার‘ বলে চিৎকার করতে থাকলে এক সময় ভারতীয় দলপতি বিরাট কোহলি ক্ষেপে উঠেন। ভারতীয় সমর্থকদের চুপ করতে বলেন। পরে স্মিথের সঙ্গে হাত মেলান। স্মিথও কোহলির পিঠ চাপড়ে দেন।
ওদিকে, অজি স্পিনার অ্যাডাম জাম্পাকে দেখা যায় আম্পায়ারের পেছনে এক হাতে বল নিয়ে দাঁড়িয়ে আছেন। অন্য হাতটি ছিল তার পকেটে। পরে পকেট থেকে হাত বের করে দুহাতে বল ঘষছিলেন তিনি। আম্পায়ার-ক্রিকেটারদের নজর এড়িয়ে গেলেও ক্যামেরার চোখ এড়াতে পারেননি জাম্পা। সেই ছবি ভাইরাল হতেও সময় নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন জাম্পার এই কাণ্ডে। অনেকেই বলছেন-তাহলে কী আরেকটি বল টেম্পারিংয়ের কাণ্ড ঘটিয়েছেন জাম্পা?
৩৫৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন ওয়ার্নার। একটি ডেলিভারি তার স্টাম্পে লাগলেও বেইল ওঠেনি বা পড়েনি। এমনকি বেইলের লাইটও জ্বলেনি। চলতি বিশ্বকাপে এই ঘটনা ঘটলো পঞ্চমবার। বেঁচে যান ওয়ার্নার, ক্ষণিকের জন্য হতাশ হয় ভারতীয়রা। পরে ৮৪ বলে পাঁচটি বাউন্ডারিতে ওয়ার্নার করেন ৫৬ রান।
গতকাল বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচেও এমন ঘটনা ঘটেছে। বেন স্টোকসের একটি বল ঠিকমতো খেলতে পারেননি পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। বল গিয়ে স্টাম্পে লাগলেও বেইল ছিল নিজের জায়গায়। ক্ষণিকের জন্য হতাশ হয়েছিল ইংলিশরা। অবশ্য পরের বলেই সরাসরি বোল্ড হন সাইফউদ্দিন।
এর আগে অস্ট্রেলিয়াও একই ঘটনায় হতাশ হয়েছিল, তবে সেটা অল্প সময়ের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিচেল স্টার্কের একটি বল ঠিকমতো সামলাতে পারেননি ওপেনার ক্রিস গেইল। বল গিয়ে স্টাম্পে আঘাত করে এবং উইকেটের পেছনে থাকা অ্যালেক্স ক্যারির গ্লাভসে জমা হয়। কট বিহাইন্ডের আবেদন করেন অজিরা। শব্দ হলেও স্টাম্পের বেইল উঠেনি, পড়েনি কিংবা লাইটও জ্বলেনি। তবে, নিউজিল্যান্ডের আম্পায়ার আঙুল উঁচিয়ে গেইলকে কট বিহাইন্ড আউট ঘোষণা করেন। সময় না নিয়ে গেইল রিভিউয়ের আবেদন করেন।
টিভি রিপ্লেতে দেখা যায় গেইলের ব্যাটে বলের কোনো সংযোগ ঘটেনি। সে যাত্রায় বেঁচে যান ক্যারিবীয়ান ওপেনার। অথচ স্টাম্পের বেইল পড়লে তিনি নিশ্চিতভাবেই বোল্ড হতেন। এবারের বিশ্বকাপে বেইলের এই রহস্য এখনো অজানাই রয়ে গেছে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি
অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল ভারত র্যাবিটহোল