মাশরাফি তো এমনই
১০ জুন ২০১৯ ২১:৪৪
বিশ্বকাপে মাশরাফির ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিশেষ করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে টানা হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অধিনায়কত্ব তো বটেই, কেন তিনি পুরো ১০ দশ ওভার বল করছেন না সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। যে মানুষটির হাত ধরে এদেশের ক্রিকেট ভোজভাজির মতো বদলে গেল, যে মানুষটি দেশসেরা পেসার, তাকে নিয়ে এমন সমালোচনা! নিঃসন্দেহে বিষয়টি অপমানকর এবং হতাশাব্যঞ্জক।
তবে বাস্তবতা হলো, ভক্তদের সমালোচনা স্পোর্টিংলিই নিয়েছেন এই টাইগার দলপতি। জবাব দিয়েছেন পেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকে, ‘না, এ জন্য আমি হতাশ একেবারেই না। আপনি যখন পেশাদার কেউ হবেন, পারফরমেন্স করতে পারবেন না, তখন আপনাকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব সহজ ব্যাপার। সেটা গ্রহণ করে নিতে হবে। আমি সঠিক বলতে পারব না কারা বলছে বা কি বলছে। আমি জানি না। আমি আগেও বলেছি প্রথম দুই ম্যাচে আমাদের উইকেটের যে স্বভাব ছিল তাতে বিভিন্ন ম্যাচে ছয়, সাড়ে ছয় বা সাত করেও পেসাররা রান দিয়ে যাচ্ছে। সেখানে আমাদের স্পিনাররা ভালো ভূমিকা পালন করছে।’
সোমবার (১০ জুন) ব্রিস্টলের সংবাদ সম্মেলন কক্ষে কথাগুলো বেশ বিনয়ের সাথেই বলেছেন ম্যাশ। শেষ করেছেন গেল ৮ জুন সোফিয়া গার্ডেনসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টেনে।
এ সময় তিনি যোগ করেন, ‘শেষ ম্যাচে আমাকে ১০ ওভারের জন্য দরকার ছিল বলে আমি করেছি। হয়তো আট-নয় ওভার পর্যন্ত আমার সবকিছু ঠিকঠাকই চলেছে। তো ওইটাই বললাম খারাপ সময় ভালো সময়ের পার্থক্য… দিনশেষে একেক জন একেকভাবে স্পেস দেয়। আমি আমার থেকে আরও বেশি প্রত্যাশা করি এটা সত্য কথা। ম্যাচ জেতার পেছনে ভূমিকা রাখতে পছন্দ করি। সেরাটা দিতে না পারলে আমি নিজেই নিজেকে প্রশ্ন করি। এটাই গুরুত্বপূর্ণ। মানুষ কি বলে সেটার চাইতে এটা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি