রামোসের উদারতায় স্পেন জিতলো মোরাতার গোলে
১১ জুন ২০১৯ ১০:০০
উয়েফা ইউরো ২০২০ সালের বাছাই পর্বের ম্যাচ চলছে। গ্রুপ এফ এর শীর্ষে অবস্থান করছে স্পেন। সোমবার গ্রুপে নিজেদের শীর্ষস্থান পাকাপোক্ত করতে লা রোজারা নামে সুইডেনের বিপক্ষে। আর ৩-০ গোলের জয় দিয়েই নিজেদের শির্ষস্থান পাকা করে তারা।
স্পেন অধিনায়ক সার্জিও রামোস ম্যাচের ৬৪ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। আর ম্যাচের ৮৫ মিনিটে আবারও পেনাল্টি পায় স্পেন। তবে এবার আর রামোস পেনাল্টিটা নেননি। এবার রামোস সেই পেনাল্টিটি উপহার দেন এক সময়কার ক্লাব সতীর্থ আলভারো মোরাতাকে।
রামোস জানতো যে বেশ কিছু সময় ধরেই গোল খরায় ভুগছে মোরাতা। আর আত্মবিশ্বাস ঠেকে একদম তলানিতে এসে। তাই তো অশিনায়ক রামোস নিজে পেনাল্টি না নিয়ে তা ছেড়ে দিলেন মোরাতার জন্য। আর তা যেন বিশ্বাসই করতে পারেননি মোরাতা।
পেনাল্টি নেওয়ার জন্য বল মোরাতার দিকে এগিয়ে দিলে অবাক হয়ে তাকিয়ে থাকেন রামোসের দিকে। আর সেখান থেকে গোল করে প্রথম উদযাপনটা রামোসকে জড়িয়ে ধরেই করেছে মোরাতা।
শেষ দিকে মিকেল ওয়ারাযাবাল আরও এক গোল করলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লা রোজারা।
সারাবাংলা/এসএস
আলভারো মোরাতা উয়েফা ইউরো বাছাইপর্ব ফুটবল সার্জিও রামোস স্পেন-সুইডেন