ভেসে গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ
১৩ জুন ২০১৯ ২০:০২
বিশ্বকাপের মূল পর্বে নিজেদের চতুর্থ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল ভারত। বৃষ্টির কারণে ট্রেন্ট ব্রিজে টস করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি পরিত্যক্তের ঘোষণা দেওয়া হয়। বিশ্বকাপে নিজেদের লিগ পর্বে খেলা সবগুলো ম্যাচ জিতেছে কিউইরা আর দুই ম্যাচে দুই জয় নিয়ে ভারত আছে ফেভারিটের তালিকায়। বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাধা দেয়।
দুই দলের অবস্থান: আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে কিউইদের থেকে দুই ধাপ এগিয়ে ভারত। কিউইদের অবস্থান র্যাংকিংয়ের চতুর্থ স্থানে। অন্যদিকে ভারতের অবস্থান দুই নম্বরে। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওডিআই র্যাংকিংয়ে ২য় ভারত, সেখানে ব্ল্যাকক্যাপসদের রেটিং পয়েন্ট ১১৩।
ইংল্যান্ড বিশ্বকাপে দারুণ শুরু হয়েছে কিউইদের। প্রথম তিন ম্যাচের প্রত্যেকটি ম্যাচেই জয় কিউইদের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে, এরপরের ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে আর সর্বশেষ ম্যাচে আফগানদের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়।
যদিও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে লজ্জা দিয়েছিল কিউই বোলাররা। ম্যাচটি হেরেছিল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত জমজমাট লড়াইয়ের অপেক্ষায় থাকা ক্রিকেট বিশ্ব ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশই হলো।
বিশ্বকাপে নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
বিশ্বকাপে ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শেখর ধাওয়ান (ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুভেন্দ্র চাহাল।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এসএস/এমআরপি