Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধোনি ভক্তদের জন্য খাবার ফ্রি


১৪ জুন ২০১৯ ১৯:০৬

জীবনে একবারের জন্য হলেও ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করতে চান শম্বু বোস। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতা অধিনায়কের ডাই-হার্ড ফ্যান শম্বু। ২০১৬ সালে ভারতের হয়ে অধিনায়কত্ব ছাড়লেও ধোনির প্রতি তার ভক্তদের ভালোবাসা কোনো অংশে কমেনি। সেটিরই বহি:প্রকাশ ঘটিয়ে শম্বু এখন সংবাদমাধ্যমের শিরোনাম।

২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় অধিনায়ক ধোনির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে একটি রেস্টুরেন্ট খুলেছেন। পশ্চিমবঙ্গের এই ব্যক্তি নিজের রেস্টুরেন্টের নাম রেখেছেন হোটেল এম এস ধোনি।

বিজ্ঞাপন

শম্বুর রেস্টুরেন্টে মূলত বাঙালি খাবার পরিবেশন করা হয়। যারা যারা ধোনির ভক্ত তারা বিনা পয়সায় ওই রেস্টুরেন্টে খাবার খেতে পারছেন। এমনটাই জানিয়েছেন খোদ রেস্টুরেন্টটির মালিক শম্বু বোস। তার মতে, ধোনির প্রতি অগাধ ভালোবাসার জন্যই তিনি ফ্রি তে খাওয়াচ্ছেন।

শম্বু জানান, ‘এই দুর্গাপূজায় রেস্টুরেন্টের দুই বছর পূর্ণ হবে। এখানের সবাই এই হোটেল সম্পর্কে খুব ভালোভাবেই জানে এবং খেতে আসে। আপনি যে কাউকেই ধোনির হোটেল কোথায় জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে।’

শম্বু আরও বলেন, ‘ধোনি অন্য সব মানুষদের মতো নয়। আমি তাকে ছোট বেলা থেকেই খুব ভালোবেসে আসছি। তিনি যেভাবে ক্রিকেট খেলছেন এভাবে শুধু কিংবদন্তিরাই খেলে থাকেন। তিনি আমার জন্য এক অনুপ্রেরণা।’

দেখা হলে শম্বু তার রেস্টুরেন্টের রান্না করা ভাত ধোনিকে খাওয়াবেন বলে জানান, ‘আমি জানি, আমার স্বপ্ন কোনদিনও পূরণ হবে না। কিন্তু যদি একদিন তার সঙ্গে আমার দেখা হয় তাহলে আমার রেস্টুরেন্টে আসার জন্য অনুরোধ করবো। আমি জানি তিনি ভাত-মাছ খুব পছন্দ করেন।’

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ধোনি বিশ্বকাপ স্পেশাল ভারত র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর