Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানকে সাতবার চ্যাম্পিয়ন করা কোচ আসছেন বাংলাদেশ হকিতে


১৪ জুন ২০১৯ ১৯:৩৯

ঢাকা: আগামী ১৫-২২ জুলাই থাইল্যান্ডে হবে এশিয়ান ইনডোর হকি টুর্নামেন্ট। প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। হাতে সময় কম থাকায় এশিয়ান হকি ফেডারেশনের মাধ্যমে পোল্যান্ডসহ কয়েকটি দেশের কোচের বায়োডাটা হাতে ছিল বাহফের। সেখান থেকে প্রথমকে পোল্যান্ডের কোচ মাসেইজকে নেয়ার কথা হলেও অবশেষে ইরানের কোচকে চূড়ান্ত করেছে নব-নির্বাচিত ফেডারেশনের কর্মকর্তারা।

ইনডোর হকিতে ইরানকে সাতবার চ্যাম্পিয়ন করানো ইরানি কোচ হামিদ রেজা বোখারাই কাশিকে কোচ হিসেবে নিয়োগ দিতে চলেছে বাহফে। আগামী শনিবার থেকে বিদেশি কোচ পাচ্ছে জিমি-শিটুলরা।

বিজ্ঞাপন

এদিকে ইতোমধ্যে এশিয়ান হকি টুর্নামেন্টকে সামনে রেখে ৩৪ জনের প্রাথমিক দল আপাতত স্থানীয় কোচদের আওতাধীনে বিকেএসপিতে আবাসিক ক্যাম্পে আছেন।

নতুন বিদেশি কোচের চুক্তি নিয়ে সারাবাংলাকে জানান বাহফের সহ-সভাপতি রশিদ শিকদার, ‘প্রাথমিকভাবে চুক্তি সেড়ে ফেলেছি আমরা। শুধু এই টুর্নামেন্টের জন্য তাকে নিয়োগ দেয়া হচ্ছে। তবে, টুর্নামেন্টের পরে তাকে নিয়ে আলোচনায় বসে দীর্ঘমেয়াদী কোচ হিসেবে রাখা হবে কিনা সিদ্ধান্ত নেয়া হবে। ’

ইনডোর হকিতে অংশ নেওয়া জাতীয় দলের জন্য নতুন অভিজ্ঞতা। আগামী ১৫-২২ জুলাই থাইল্যান্ডে হবে এশিয়ান ইনডোর হকি টুর্নামেন্ট। প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। উদ্বোধনী দিনেই মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও আছে শক্তিশালী ইরান, মালয়েশিয়া ও ফিলিপাইন। ‘বি’ গ্রুপে আছে কাজাখস্তান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, নেপাল ও মিয়ানমার।

বিজ্ঞাপন

মনোনিত ৩৪ জন খেলোয়াড়:
অসীম গোপ (জিকে), আবু সাঈদ নিপ্পন (জিকে), বিপ্লব কুজুর (জিকে), আল আমিন মিয়া (জিকে), মঈনুল ইসলাম কৌসিক, মো: আরশাদ হোসেন, মো: মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ইমরান হাসান পিন্টু, সারোয়ার মোর্শেদ শাওন, মো: খোরশেদুর রহমান, শফিউল আলম শিশির, মো: ফরহাদ আহমেদ শিতুল, হাসান জুবায়ের নিলয়, মো: আশরাফুল ইসলাম, মো: মহসীন, কামরুজ্জামান রানা, আবেদ উদ্দিন, সোহানুর রহমান সবুজ, প্রিন্স লাল সামন্ত, সারোয়ার হোসেন, রেজাউল করিম বাবু, রোমান সরকার, মেহেদী হাসান, নাঈম উদ্দিন, তাহের আলী, ফজলে হোসেন রাব্বি, মো: রাকিন, রাসেল মাহমুদ জিমি, রাজু আহমেদ তপু, পুস্কর খীসা মিমো, আল নাহিয়ান শুভ, মিলন হোসেন, সিফাত আহমেদ।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর