মোস্তাফিজের বলের আঘাতে মুশফিকের কব্জিতে চোটের দিনে আরও একটি চোটের ঘটনা ঘটেছে। তবে স্বস্তির খবর হল, তিনি কোন বাংলাদেশি ক্রিকেটার নন। সমারসেট কাউন্টি গ্রাউন্ডের নেট বোলার। নাম র্যানেল। কিন্তু কাকতালীয়ভাবে দুটি চোটই একই নেট থেকে এসেছে।
শনিবার (১৫ জুন) ফিজের বলের ছোবলে নেট থেকে ব্যথা নিয়ে মুশফিক ড্রেসিংরুমে ফেরার পরে একই নেটে আসেন মোহাম্মদ সাউফউদ্দিন।তাকে বল করছিলেন রেনল।ব্যাটিংয়ের এক পর্যায়ে সাইফউদ্দিনের একটি শট তার মাথার পেছনে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন।
ক্ষত থেকে রক্ত বেরিয়ে আসছিল। তাৎক্ষনিক ভাবে পরিস্থিতি সামাল দিতে মাঠে ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও তিহান চন্দ্রমোহন। তার শুশ্রুশায় সুস্থ হয়ে মাঠ থেকে বেরিয়ে যান রেনল।
সারাবাংলা/এমআরএফ/এসএস