Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২-০ তে লিড নিলো অস্ট্রেলিয়া


৬ ডিসেম্বর ২০১৭ ১২:২১

সারাবাংলা ডেস্ক

অ্যাশেজ ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সফরকারী ইংল্যান্ডকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ২-০তে লিড নিয়েছে অজিরা। প্রথম টেস্টেও জিতেছিল স্টিভেন স্মিথের দলটি।

ব্রিসবেনে ১০ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেড ওভালে চালকের আসনেই ছিল অজিরা। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৪২ রান তোলার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৩৩ রান তোলে। ফলে, ১২০ রানের জয় পায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া শন মার্শ প্রথম ইনিংসে ১২৬ রানে অপরাজিত ছিলেন। উসমান খাজা ৫৩, টিম পেইন ৫৭, ডেভিড ওয়ার্নার ৪৭, প্যাট কামিন্স ৪৪ আর পিটার হ্যান্ডসকম্ব ৩৬ রান করেন। ইংল্যান্ডের ক্রেইগ ওভারটন তিনটি, স্টুয়ার্ট ব্রড দুটি আর জেমস অ্যান্ডারসন-ক্রিস ওকস একটি করে উইকেট পান।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ওপেনার অ্যালিস্টার কুক ৩৭, ক্রিস ওকস ৩৬, ক্রেইগ ওভারটন ৪১, মঈন আলি ২৫, জনি বেয়ারস্টো ২১ রান করেন। অস্ট্রেলিয়ার নাথান লিওন চারটি, মিচেল স্টার্ক তিনটি, প্যাট কামিন্স দুটি আর জস হ্যাজেলউড একটি করে উইকেট দখল করেন।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে উসমান খাজা ২০, মিচেল স্টার্ক ২০, শন মার্শ ১৯, নাথান লিওন ১২ আর ডেভিড ওয়ার্নার ১৪ রান করেন। ইংলিশ পেসার অ্যান্ডারসন পাঁচটি, ক্রিস ওকস চারটি আর ওভারটন একটি করে উইকেট নেন।

এদিকে, দ্বিতীয় ইনিংসে ইংলিশ দলপতি জো রুট ৬৭, মার্ক স্টোনম্যান ৩৬, অ্যালিস্টার কুক ১৬, ডেভিড মালান ২৬, জনি বেয়ারস্টো ৩৬ রান করলেও হার এড়াতে পারেননি। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৫টি, জস হ্যাজেলউড ২টি, নাথান লিওন ২টি এবং প্যাট কামিন্স একটি করে উইকেট দখল করেন। পার্থে ১৪ ডিসেম্বর সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমআরপি/০৬ ডিসেম্বর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর