পাওয়ার প্লেতে উইন্ডিজ ৩২, বাংলাদেশ ৭০
১৭ জুন ২০১৯ ২০:৩৭
চলমান বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে উইন্ডিজ তুলেছে ৩২১ রান। ৩২২ রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা। সেমি ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে।
ক্যারিবীয়ানরা তাদের প্রথম পাওয়ার প্লেতে (১০ ওভার) ১ উইকেট হারিয়ে তোলে ৩২ রান। সেখানে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে তুলেছে ৭০ রান। উইকেটে আছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। দলীয় ৫২ রানের মাথায় ব্যক্তিগত ২৯ রান করে বিদায় নেন সৌম্য সরকার। ইনিংসের নবম ওভারের প্রথম বলে সৌম্য ছক্কা হাঁকান আন্দ্রে রাসেলকে। পরের বলেই স্লিপে গেইলের হাতে ধরা পড়েন।
উইন্ডিজ ব্যাটিং ইনিংসে শুরতেই টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলশ ছেড়ে বেরুতে পারেনি ক্যারিবীয়ান ওপেনার ক্রিস গেইল এবং এভিন লুইস। ইনিংসের শুরু থেকেই উইন্ডিজদের চেপে ধরে টাইগাররা। প্রথম ওভারে মাশরাফি মেডেন ওভার নেন। ম্যাচের চতুর্থ ওভারে ওপেনার ক্রিস গেইলকে ফিরিয়ে দেন সাইফউদ্দিন। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে ১৩ বলে কোনো রানই করতে পারেননি গেইল। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। মেডেন উইকেট নেন সাইফ।
২০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৮৬ রান। ১৫-২০ এই ৫ ওভারে বাংলাদেশ দিয়েছে ২২ রান, রান রেট ৪.৪০। ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩২১/৮, রান রেট ৬.৪২।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার পাওয়ার প্লে বাংলাদেশ বিশ্বকাপ স্পেশাল