Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠের বাইরে টাইগারদের উৎসাহ দিয়েছেন যারা (ভিডিও)


১৮ জুন ২০১৯ ০৬:১০

সাকিবের দাপুটে সেঞ্চুরি আর লিটন দাসের হার না মানা দুর্দান্ত ইনিংসে ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে টাইগাররা জিতেছে ৭ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয় এটি। টন্টনে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে তুলেছিল ৩২১ রান। এত বড় স্কোর তাড়ায় আগে কখনোই জেতেনি বাংলাদেশ। সেটিও এবার টপকে গেল টাইগাররা।

দাপুটে জয়ে সেমি ফাইনালের দিকে এগিয়ে গেল বাংলাদেশ। বিশ্বকাপের ২৩তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে বাংলাদেশকে গড়তে হতো ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড। বাংলাদেশ জিতেছে রেকর্ড গড়েই। ক্যারিবীয়ানদের হারিয়েছে ৭ উইকেট আর ৫১ বল হাতে রেখেই।

সাকিব করেছেন ১২৪ রান, লিটন ৯৪। দুজনই ছিলেন অপরাজিত। ১৮৯ রানে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানে অপরাজিত থাকেন সাকিব। ৬৯ বলে চারটি ছক্কা ও আটটি চারে ৯৪ রানে অপরাজিত থাকেন লিটন।

টন্টনের কাউন্টি গ্রাউন্ড মাঠের বাইরে ছিল টাইগার সমর্থকদের উল্লাস

৩২২ রানের টার্গেটেও ভেঙে পড়েনি টাইগাররা, সাহস হারাননি টাইগার সমর্থকরা

সর্বোচ্চ রান তাড়া করে জিততে হবে, হাল ছাড়েনি টাইগার প্রেমীরা

টাইগার ভক্তদের উৎসবে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ক্যারিবীয়ানরা

ম্যাচের শেষ দিকে বিজয়ের আনন্দে টাইগার সমর্থকরা

বিজয় উল্লাসে মেতেছিল টাইগার ভক্তরা


বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টপ নিউজ টাইগার বিশ্বকাপ স্পেশাল র‌্যাবিটহোল


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর