জয়ে খুশি মোসাদ্দেকের মা, সেঞ্চুরি চেয়েছিলেন লিটনের
১৮ জুন ২০১৯ ১৪:২৮
নগরীর সার্কিট হাউজ মাঠ থেকেই এখন ক্রিকেট বিশ্ব খেলছেন ময়মনসিংহের ছেলে মোসাদ্দেক হোসেন সৈকত। টাইগারদের সম্ভাবনাময় এ অলরাউন্ডারের জ্বলে উঠার দিনে বাঁধভাঙা আনন্দই যেন নেমে আসে মা হোসনে আরা বেগমের ভুবনে।
শ্রেষ্ঠত্বের ক্রিকেট আসরে ক্যারিবিয়ানদের ৭ উইকেটে উড়িয়ে দেওয়ার ম্যাচে নিজের ছেলে মোসাদ্দেকের কোন ভূমিকা না থাকলেও টাইগারদের জয়ে খুশি তাঁর মমতাময়ী মা। তবে তাঁর প্রত্যাশা ছিল বিশ্বকাপের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে বসবেন লিটন দাস।
কিন্তু সেই আকাঙ্খা পূরণ হয়নি। তবে ‘টিম স্পিরিট’ নিয়েই টাইগাররা গেইলের দেশকে হারিয়ে রেকর্ড জয় উপহার দেওয়ায় সন্তুষ্ট তিনি।
মোসাদ্দেকের মা হোসনে আরা বেগম বলছিলেন, ‘মোসাদ্দেক সুযোগ পেলে তো অবশ্যই ভালো খেলতো। ওর মতো বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত প্রতিটি সদস্যই আমার সন্তান। আমি সবার জন্যই দোয়া করি, মঙ্গল কামনা করি। সাকিব-লিটন দাস আবারো টাইগারদের জয়যাত্রার সূচনা করেছে এজন্য ওদের অভিনন্দন।’
সোমবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সারাবাংলা’র সঙ্গে কথা বলছিলেন মোসাদ্দেকের এ মমতাময়ী মা। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ম্যাচেই আমি টিভি সেটের সামনে বসে থাকি।
বাংলাদেশ জিতলে খুশিতে মনটা ভরে উঠে। তবে আমি সব সময়ই চাই আমার সন্তান মোসাদ্দেক ডাবলিনের সেই ম্যাচের মতোই বারবার বাংলাদেশকে জয় এনে দিক।’
প্রসঙ্গত, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বিশ্বকাপের অভিষেক ম্যাচে চারটি বাউন্ডারীর সাহায্যে ২০ বলে ২৬ রানের কার্যকর ইনিংস উপহার দিয়েছিলেন মোসাদ্দেক। কেউ কেউ ওই ম্যাচে এটি টাইগারদের জন্য ‘সঞ্জীবনী সুধা’ হিসেবেও উল্লেখ করেছিলেন। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে নিয়েছিলেন দুই উইকেট।
সবচেয়ে বড় কথা প্রোটিয়াসদের বিপক্ষে মোসাদ্দেক মাহমুদুল্লাহ জুটিতে এসেছিল ৪১ বলে ৬৬ রান। স্বল্প সময়ের পরীক্ষায় হেসেছিল দু’জনের ব্যাটই।
ঘুরেফিরে মোসাদ্দেকের মায়ের কথাতেই যেন অবধারিতভাবেই উঠে আসে উইন্ডিজ বধের জয়ের নায়ক সাকিব আল হাসান ও লিটন দাসের টর্নেডো ইনিংসের বিষয়টি। সেই বিষয়টি জানিয়ে মোসাদ্দেকের মা হোসনে আরা বেগম বলেন, সাকিব-লিটন দু’জনই ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন। গোটা বাংলাদেশের মন জয় করেছেন। আমাদের আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন।’
এরপর আবারো তাঁর কথায় উঠে আসে ডাবলিনে মোসাদ্দেকের ঐতিহাসিক কীর্তি গড়ার ম্যাচে ২৪ বলে ৫২ রানের বীরত্বগাঁথা ইনিংসের কথা। এ প্রসঙ্গ টেনেই তিনি বলেন, ‘সুযোগ পেলেই মোসাদ্দেকের ব্যাট হাসি ছড়াবে।
বিশ্বকাপে বাংলাদেশের সামনের ম্যাচগুলোতেও নিজের সেরা ইনিংসই উপহার দেবে আমার ছেলে। টিম বাংলাদেশ হয়তো বিশ্বকাপও জিততে পারে’ উচ্চাকাঙ্খায় কথার সমাপ্তি টানলেন তিনি।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: সমারসেটে অ্যামব্রোসের সঙ্গে আট মিনিট
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ-উইন্ডিজ বিশ্বকাপ স্পেশাল মোসাদ্দেক হোসেন সৈকত মোসেদ্দকের মা