চলতি বিশ্বকাপে সাইফের শিকার যারা
১৮ জুন ২০১৯ ২০:২৬
চলমান বিশ্বকাপে বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চার ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৯ উইকেট, যা বাংলাদেশি কোনো বোলারের সর্বোচ্চ। বিশ্বকাপের ২৩টি ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাইফ আছেন ৫ নম্বরে।
নিজের প্রথম ম্যাচে সাইফ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৭ রানে নিয়েছিলেন দুই উইকেট। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ রান খরচায় নেন দুটি উইকেট। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭৮ রান দিয়ে পান আরও দুটি উইকেট। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭২ রান খরচায় পেয়েছেন তিনটি উইকেট।
প্রোটিয়া তারকা ভ্যান ডার ডুসেন আর আন্দেইল ফেলুকাওয়োর উইকেট পেয়েছিলেন সাইফ। নিউজিল্যান্ডের কলিন ডি গ্রান্ডহোম আর ম্যাট হেনরিকে ফিরিয়ে দেন এই পেসার। ইংল্যান্ডের জো রুট আর জস বাটলারকে সাজঘরের পথ দেখিয়েছেন সাইফ। সবশেষ ম্যাচে উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল, দলপতি জেসন হোল্ডার আর ড্যারেন ব্রাভোকেও ফিরিয়ে দেন তিনি।
চলতি বিশ্বকাপে ৪ ম্যাচের চার ইনিংসে সাইফ ৩৪ ওভার বল করেছেন। ২৭.৫৫ গড়ে ৭.১৯ ইকোনমি রেটে মোট রান দিয়েছেন ২৪৮।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি
উইকেট ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বিশ্বকাপ স্পেশাল সাইফউদ্দিন