Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজিদের বিপক্ষে টাইগারদের সুখকর অতীত


২০ জুন ২০১৯ ১৪:০২

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। তাতে বাংলাদেশের কোনো জয় নেই, দুটিতে জিতেছিল অজিরা, বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়। বিশ্বমঞ্চে জয় ছিল না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। গত ম্যাচে রেকর্ড রান তাড়া করে জিতেছে টাইগাররা, বিশ্বকাপে প্রথমবারের মতো হারিয়েছে ক্যারিবীয়ানদের। এবার বাংলাদেশের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুদের বিপক্ষে জয়-পরাজয়ের ব্যবধান কমানোর সুযোগ লাল-সবুজের জার্সিধারীদের।

বিজ্ঞাপন

দাপুটে জয়ে স্বপ্নের সেমি ফাইনালের দিকে ছুটে চলছে বাংলাদেশের স্বপ্ন গাড়ি। বৃহস্পতিবার (২০ জুন) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে টাইগারদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

দেখে নেওয়া যাক অজিদের বিপক্ষে ওয়ানডেতে টাইগারদের মনে রাখার মতো কিছু পারফরম্যান্স।

*** অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ উইকেট মাশরাফির দখলে। ১৫ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট।
*** অজিদের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৯৫। ২০১১ সালের ১৩ এপ্রিল মিরপুরে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ এই সংগ্রহ দাঁড় করায়।
*** একই ম্যাচে দুই দল করেছিল মোট ৬৫৬ রান।
*** অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন সর্বোচ্চ রান করেছিলেন। ১১ ম্যাচে করেছিলেন ২৮৯ রান।
*** অজিদের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দখলে। ১০০ রান করেছিলেন অ্যাশ।
*** অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিকুর রহিমের গড় সবচেয়ে বেশি। ৬৮.৫০ গড়ে মুশফিক রান তুলেছিলেন।
*** উইকেটের ব্যবধানে সর্বোচ্চ জয় বাংলাদেশের ৫ উইকেটে। ২০০৫ সালের ১৮ জুন কার্ডিফে ওই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর