Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একবারের জন্যও হাল ছাড়েনি বাংলাদেশ: মাইক হাসি


২১ জুন ২০১৯ ১১:০২

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে মাত্র ৪৮ রানের ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে হারের পরেও সাবেক ক্রিকেটারদের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে টাইগার ক্রিকেটার মুশফিকের পিঠ চাপড়ে দিয়েছেন ওয়ার্নার-ফিঞ্চরা। আর মাঠের বাইরেও টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ সাবকে ক্রিকেটাররা। সাবেক অজি ক্রিকেটার মাইক হাসি বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন এক সাক্ষাৎকারে।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণে বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা নিয়ে কথা বলেন অজি গ্রেট মাইক হাসি। বাংলাদেশের লড়াকু মনোভাবের প্রশংসা করে হাসি বলেন, ‘পুরো ম্যাচে একবারের জন্যও মনে হয়নি বাংলাদেশ হাল ছেড়ে দিয়েছে। তারা শেষ পর্যন্ত লড়াই করেছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের ব্যাটিং সম্পর্কে হাসি বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং দেখে আসলেই অনেক ভাল লেগেছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ব্যাটিংটা অস্ট্রেলিয়ার ঠিক সমান সমানই। অস্ট্রেলিয়ার মতোই ব্যাটিং করেছে বাংলাদেশ।’

বাংলাদেশের এই হারের পেছনে সব থেকে বেশি দায়ী করা হচ্ছে টাইগারদের দন্তহীন বোলিংকে। আর টাইগারদের বোলিং নিয়েও কথা বলেছেন হাসি। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে বাংলাদেশ একটা জায়গাতেই ম্যাচে পিছিয়ে ছিল। আর তা হলো তাদের বোলিং। এখানেই তাদের আরও উন্নতি করতে হবে।’

পরর্তীতে বাংলাদেশই হবে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি এমন মন্তব্যই মিলেছে সাবেক এই অজি ক্রিকেটারের কাছ থেকে। তিনি বাংলাদেশকে পরামর্শ দিয়ে বলেন, ‘ওদের ব্যাটিংটা দারুণ, তবে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উচ্চতায় উঠতে ওদের কয়েকতা ভাল পেস বলার খুঁজতে হবে আর হয়তো কয়েকটা দারুণ স্পিনারও। যদি ওরা এগুলো ধরে রাখতে পারে তাহলে অবশ্যই ওরা শীর্ষে পৌছাবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের বোলিংটা মনপুত হয়নি, ক্রিকেটার থেকে সমর্থক সবারই মতামত একই। দন্তহীন বোলিংটাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আর ব্যাটিংটা বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে এনেছে। বিশ্বকাপে ভাল কিছু করতে হলে বোলিং নিয়ে কাজটা করতে হবে আরও। আর টাইগারদের সে সামর্থ্য আছে তা মানছেন সাবকে ক্রিকেটাররাও।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: ফিঞ্চকে ভয়ে ফেলে দিয়েছিল টাইগাররা

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ-অস্ট্রেলিয়া মাইক হাসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর