Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশদের ইনজুরি তালিকায় আর্চার-রশিদ


২৬ জুন ২০১৯ ২০:০৬

ইনজুরি যেন এবারের বিশ্বকাপে ইংলিশদের পিছুই ছাড়ছে না। ওপেনার জেসন রয় হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি কয়েকটি ম্যাচ। এবার রয়ের ফিরে আসার সময় হলেও নতুন করে ইনজুরিতে পড়েছেন পেসার জোফরা আর্চার এবং স্পিনার আদিল রশিদ।

ভারতের বিপক্ষে খেলা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আদিল রশিদের কাঁধের ইনজুরি নতুন কিছু নয়। বেশ কিছু সময় ধরে ব্যথানাশক ইনজেকশন নিয়েই ম্যাচ খেলেছে সে। নতুন করে সেই কাঁধে ব্যথাটা বেড়েছে রশিদের। ভারতের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে ফিরবেন বলে ধারণা করছেন ইংলিশ দলের চিকিৎসকরা।

বিজ্ঞাপন

রশিদের সাথে ইনজুরির দলে যোগ দিয়েছেন পেসার জোফরা আর্চারও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই বাম পাশে ব্যথা অনুভব করছিল সে। তবে এ ম্যাচে মেডিকেলে উৎরে গেলেও নতুন করে বাঁপাশের ব্যথা আবারও বেড়ে তার। শঙ্কার ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়েও।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ১৫৩ রানের ইনিংস খেলা জেসন রয় ইনজুরিতে পড়ে খেলতে পারেননি ইংলিশদের শেষ কয়েকটি ম্যাচ। গুঞ্জন উঠেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই ফিরবেন তিনি। নেটে সে অনুযায়ী ব্যাটিংটাও সেরেছিলেন। তবে ফিজিওদের সবুজ সিগন্যাল না পাওয়ায় ম্যাচ খেলতে নামেননি।

তবে রয় ভারতের বিপক্ষে নিজেদের সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে মাঠে নামবে। ৩০ জুন এজবাস্টনে ভারত ইংল্যান্ড মুখোমুখি হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বিশ্বকাপ নয়, ভারত সিরিজের পর অবসর গেইলের

সারাবাংলা/এসএস

আদিল রশিদ ইনজুরি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ জেসন রয় জোফরা আর্চার ভারত-ইংল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর