ভারতের বিপক্ষে বাংলাদেশের দুঃশ্চিন্তা শেষ ২০ ওভার
২৭ জুন ২০১৯ ১৩:৩৭
ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন এখনো বেঁচে আছে বাংলাদেশের। নানান সমীকরণের পর সেমিতে যেতে হলে টাইগারদের অবশ্যই জিততে হবে বাকি দুই ম্যাচই। আর সেই সাথে তাকিয়ে থাকতে হবে ইংলিশদের দুই হারের দিকেও। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি যে কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপের পর পাল্টে গেছে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো। আর এই চার বছরের সময়ে ওয়ানডে ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে বাংলাদেশ নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। এই সময়ে ইনিংসের প্রথম ৩০ ওভারে বাংলাদেশের রান তোলার গতি শ্রীলঙ্কা, পাকিস্তানের থেকে বেশি হলেও সমস্যাটি হয়ে দাঁড়ায় শেষ ২০ ওভার।
প্রথম ৩০ ওভারে ব্যাট করে বাংলাদেশের রানের সংগ্রহের গতি যেখানে ৫.০৯ ইকোনমি রেটে, সেখানে পরের ২০ ওভারে রান সংগ্রহের গতি ৬.৭৬। যা সেরা দশ দলের মধ্যে কেবল শ্রীলঙ্কার থেকেই বেশি। এমনকি শেষ ২০ ওভারে রান সংগ্রহের গতিতে টাইগাররা পিছিয়ে আছে আফগানিস্তান এবং পাকিস্তানের থেকেও।
আর শেষ ২০ ওভারে রান তোলার গতিতে ভারতীয়রা টাইয়াগারদের থেকে বেশ এগিয়ে। ওভার প্রতি টাইগারদের থেকে প্রায় এক রান বেশি করে তোলে কোহলিরা। আর এখানেই পিছিয়ে টাইগাররা। কোহলিরা শেষ চার বছরে ইনিংসের এই সময়ে গড়ে ৭.৭৭ ইকোনমি রেটে রান তুলেছে।
প্রতিটি দল যখন ৩০ ওভার পর্যন্ত একটা ভালো শুরু করে ঠিক তখনই রানের গতি বাড়ানোর জন্য একজন মারকুটে ব্যাটসম্যানকে নামায়। লোয়ার অর্ডার থেকে একজন বিধ্বংসী ব্যাটসম্যান যে কিনা ইনিংসের শুরুর বল থেকেই বড় শট খেলতে পারে তাকে পছন্দ করে। বাংলাদেশ পিছিয়ে পড়েছে এখানেই। টাইগারদের দলে এমন কোনো ব্যাটসম্যান নেই যিনি শুরু থেকেই বড় শট খেলে দলের রানের চাকা ঝড় গতিতে ঘোরাবে।
ভারতের সাথে তুলনা করলে দেখা যায় এই পজিশনে ভারতের আছে বিশ্বের সব থেকে বড় হিটারদের একজন হৃদিক পান্ডিয়া। যিনি ইনিংসের শুরু থেকেই বড় শট খেলে রানের গতি বাড়াতে পারেন। টাইগার ম্যানেজমেন্ট সাব্বির রহমানকে এই পজিশনে খেলানোর চেষ্টা করেও তেমন সফলতা পায়নি। সর্বশেষ মোসাদ্দেক হোসেন সৈকতকে এই পজিশনে খেলানোর চেষ্টা করছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে শেষ দিকে রান তোলাটাও হবে অনেক কষ্টসাধ্য ব্যাপার। কারণ ডেথ ওভারে বল করার জন্য ভারতের আছে দুই স্পেশালিষ্ট বোলার জাসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার। দুইজনই ডেথ ওভারে দারুণ বল করেন। তবে এদিকে বাংলাদেশ ভরসা রাখতে পারে কেবল একজনেরই ওপর। মোস্তাফিজুর রহমান দলে থিতু হওয়ার পর ডেথ ওভারে দারুণ বল করছেন।
তবে ভারতের বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে সামলানোর জন্য তা কতটুকু যথেষ্ট বলে দেবে সময়ই। ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে লারা-ক্যালিসকে টপকাতে পারবেন গেইল?
সারাবাংলা/এসএস