Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা


২৭ জুন ২০১৯ ২৩:০৮

সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে শ্রীলঙ্কা। আর ওদিকে বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেলেও সম্মান বাঁচানোর লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা। ছয় ম্যাচ খেলা শ্রীলঙ্কা আছে টেবিলের সাতে আর সাত ম্যাচ খেলে মাত্র এক জয়ে ৩ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার অবস্থান নয়ে। রিভারসাইড কাউন্টি গ্রাউন্ডে শুক্রবার (২৮ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় মুখোমুখি হবে দু’দল।

এবারের বিশ্বকাপে লঙ্কানদের খেলা ছয় ম্যাচের দু’টিই ভেসে গেছে বৃষ্টিতে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের হার, এরপরে আফগানদের বিপক্ষে বৃষ্টি আইনে ৩৪ রানের জয়। এরপর বাকি দুই ম্যাচ পরিত্যক্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৮৭ রানের বড় ব্যবধানে। তবে, শক্তিশালী ইংলিশদের হারিয়েছে ২০ রানের ব্যবধানে।

আর মুদ্রার যেন বিপরীত দিকটা দেখছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে জয় মাত্র একটিতে। সেটিও নিজেদের থেকে অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষে। ইংল্যান্ড, বাংলাদেশ আর ভারতের কাছে পরাজয়। আর উইন্ডিজের সাথে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এছাড়াও হেরেছে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষের ম্যাচ দুটিও।

ভেন্যু:
হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড; ইংল্যান্ডের লিডস শহরের ইয়োর্কশায়ারের অবস্থিত হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড। ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ এই স্টেডিয়ামটি। ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার মাত্র ৯ বছর পরে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ দিয়ে টেস্টে যাত্রা শুরু হয় স্টেডিয়ামটির। উইন্ডিজের সাথে ম্যাচ দিয়ে ১৯৭৩ সালে অভিষেক ঘটে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। বর্তমানে প্রায় ১৮হাজার দর্শক ধারণ ক্ষমতা রয়েছে স্টেডিয়ামটির। স্যার ডন ব্র্যাডম্যানের টেস্টে সর্বোচ্চ রান এই স্টেডিয়ামেই করা। ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের অধীনে অন্তর্ভূক্ত আছে এই মাঠটি।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংলিশদের করা ৩৩৯ রান এই স্টেডিয়ামে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ইংল্যান্ড বিশ্বকাপের ৪টি ম্যাচ আয়োজিত হবে এখানে।

বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৫টি, দক্ষিণ আফ্রিকা জয়ী: ৩টি। শ্রীলঙ্কা জয়ী: ১টি। ড্র: ১টি, মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৭৬টি দক্ষিণ আফ্রিকা জয়ী: ৪৩টি। শ্রীলঙ্কা জয়ী: ৩১টি। ড্র: ১টি ম্যাচ পরিত্যক্ত: ১টি।

দৃষ্টি থাকবে যাদের ওপর: কুইন্টন ডি কক, কাগিসো রাদাবা (দক্ষিণ আফ্রিকা), কুশল পেরেরা, লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ইমরান তাহির, আন্দেইল ফেলুকাওয়ো, কেগিসো রাবাদা, ডোয়েন প্রিটোরিয়াস, ক্রিস মরিস, লুঙ্গি এনগিধি, রাশি ভেন দার দাসুন, বুরন হেন্ড্রিকস ও তাব্রিজ শামসি।

বিশ্বকাপে শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আভিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এসএস/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ দক্ষিণ আফ্রিকা র‌্যাবিটহোল শ্রীলঙ্কা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর