Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনিংসের প্রথম বলে উইকেট হারানোর চতুর্থ ঘটনা


২৮ জুন ২০১৯ ১৬:১৮

চলতি বিশ্বকাপের ৩৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস। ইনিংসের শুরুর ওভারটি করেন পেসার কেগিসো রাবাদা। প্রথম বলেই ফিরিয়ে দেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নেকে। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো প্রোটিয়া দলপতি ডু প্লেসিসের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন লঙ্কান দলপতি।

এর আগে বিশ্বকাপে ইনিংসের প্রথম বলেই উইকেট খোয়ানোর ঘটনা ছিল তিনবার। চতুর্থবার এই ঘটনা দেখলো ক্রিকেট বিশ্ব। চলতি বিশ্বকাপেই এমনটি ঘটলো দ্বিতীয়বার। এশিয়ার কোনো দেশের অধিনায়ক হিসেবে প্রথমবার গোল্ডেন ডাক মারলেন করুনারত্নে।

বিজ্ঞাপন

তবে, বিশ্বমঞ্চে ইনিংসের প্রথম বলে দ্বিতীয়বার এশিয়ার কোনো ব্যাটসম্যান হয়ে আউট হলেন করুনারত্নে। এর আগে ২০০৩ বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে আউট হয়েছিলেন বাংলাদেশের ওপেনার হান্নান সরকার। লঙ্কান পেসার চামিন্দা ভাসের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন হান্নান সরকার। ২০১১ বিশ্বকাপে কানাডার বিপক্ষে খেলতে নেমে জিম্বাবুয়ের ওপেনার ব্রেন্ডন টেইলর ইনিংসের প্রথম বলেই আউট হয়েছিলেন।

এই বিশ্বকাপে গত ২২ জুন মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম বলেই উইন্ডিজ পেসার শেল্ডন কটরেল ফিরিয়ে দেন কিউই ওপেনার মার্টিন গাপটিলকে। এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন গাপটিল। সেটি ছিল বিশ্বকাপে ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর তৃতীয় ঘটনা। কেগিসো রাবাদার বলে করুনারত্নের গোল্ডেন ডাক মারার ঘটনায় আজ দেখা গেল চতুর্থটি।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ দক্ষিণ আফ্রিকা দিমুথ করুনারত্নে বিশ্বকাপ স্পেশাল শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর