Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিঞ্চদের নেটে বল করলেন শচীন পুত্র


২৯ জুন ২০১৯ ১৫:৪০ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১৫:৪৩

মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে এবার দেখা গেল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সাহায্য করতে। চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অজি ব্যাটসম্যানদের নেটে বল করেছেন অর্জুন টেন্ডুলকার। এর আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের আগে ইংলিশদের নেটে বল করেছিলেন শচীন পুত্র।

স্পিরিট অব ক্রিকেট গ্লোবাল চ্যালেঞ্জে দারণ পারফর্ম করে আলো কেড়ে নেন অস্ট্রেলিয়া মিডিয়ার। ১৯ বছরের পেসার অর্জুন এখন আছেন ইংল্যান্ডে। গত সপ্তাহে এমসিসি যুব ক্রিকেটার্স একাদশের হয়ে জোড়া উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংলিশদের প্রস্তুতিতে নেট বোলার হিসেবে বেছে নেওয়া হয় তাকে। ইংল্যান্ডের বোলিং পরামর্শক পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের ইশারায় অর্জুন নেটে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বল করেছিলেন।

বিজ্ঞাপন

এবার অর্জুন যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার নেটে। কখনও শর্ট বল, কখনও ফুল লেংথে বল আবার কখনও বাউন্সার দিয়ে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নারদের দিকে বল ছুঁড়েছেন তিনি। অর্জুনের পেসে বেশ কয়েকবার বিব্রত হতে হন অজি দলপতি ফিঞ্চ। আবার শচীনপুত্রের বল বিটও করেছেন একাধিকবার। সম্ভবত বাঁহাতি কিউই পেসার ট্রেন্ট বোল্টকে সামলানোর জন্য বাঁহাতি অর্জুনকে অস্ট্রেলিয়ার নেট অনুশীলনে ডেকে নেওয়া হয়।

গত সপ্তাহেই সারের দ্বিতীয় একাদশের বিপক্ষে মেরিলেবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে খেলেছিলেন অর্জুন। আর সেখানে দুই উইকেট নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন শচীন পুত্র।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

অর্জুন টেন্ডুলকার অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর