‘স্বার্থপর’ মোসাদ্দেক!
২৯ জুন ২০১৯ ১৯:৩৫
বিশ্বকাপে কঠিন এক সমীকরণের পেছনে ছুটছে বাংলাদেশ। নিজেদের ম্যাচ নিয়ে তো ভাবতে হচ্ছেই, তাকিয়ে থাকতে হচ্ছে অন্য ম্যাচের দিকেও। কেননা টুর্নামেন্টের শেষ চারে খেলতে নিজেদের বাদ বাকি দুটি ম্যাচেই জিততে হবে। আবার ইংল্যান্ডকে পরের সব ম্যাচ (অন্তত দুইটি ম্যাচ) হারতে হবে। ইংলিশদের হারের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।
রাত পোহালেই মাঠে নামবে ভারত-ইংল্যান্ড। ৩০ জুন বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংলিশদের মোকাবেল করবে এবারের বিশ্বকাপে অজেয় ভারত। যেখানে বিরাট কোহলিরা মুখে হাজার ওয়াটের আলো নিয়ে মাঠ ছাড়তে পারলেই স্টিভ রোডস শিষ্যদের ওপর থেকে রাজ্যের চাপ নেমে যাবে।
স্বাভাবিকভাবেই বাংলাদেশ কামনা করবে ম্যাচটিতে যেন ইংলিশরা হেরে যায়। টাইগার লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতকেও তার ব্যতিক্রম মনে হয়নি। ইন্দো, ইংলিশ রণে সরাসরি ইংল্যান্ডের হারের প্রত্যাশা ব্যক্ত না করলেও পরোক্ষভাবে যা বললেন, তার মানে দাঁড়ায়, ইংল্যান্ড হেরে গেলেই আমাদের জন্য ভালো।
মোসাদ্দেক জানালেন, ‘ব্যাপারটা স্বার্থপরের মতো হয়ে যায়। যেটা আমাদের জন্য লাভবান হয়, আমরা তাদেরকে সমর্থন করবো।’
‘ভারতের বিশ্বসেরা ব্যাটিং, বোলিং লাইন আপের সামনে ইংল্যান্ড স্রেফ উড়ে যাবে। ইংল্যান্ড স্বাগতিক হয়েও আখেরে কোহলি, শর্মাদের সামনে ধোপেই টিকবে না।’বার্মিংহামের বাতাসে কান পাতলেই এমন সব মন্তব্য কানে এসে লাগছে।
ঠিক সেই ভারতের বিপক্ষে ২ জুলাই বাংলাদেশ কী করবে? একে তো কন্ডিশন প্রতিকূলে। আরো নেই পেস বোলিং ধার। স্পিনাররা যাও ভেলকি দেখাচ্ছেন, পেসাররা আছেন ঘোর অন্ধকারে! মাশরাফি ফর্মে নেই, রুবেলের অবস্থাও তথৈচব। দেশ সেরা পেসার মোস্তাফিজ এক দিন উইকেট পান, তো আরেকদিন ফেরেন শূন্য হাতে। তরুণ সাউফউদ্দিনই যা করছেন। কিন্তু ভারতের পিরামিডসম ব্যাটিং লাইন আপ সামালানো তার একার পক্ষে সম্ভব না। তাছাড়া সবেধন নীলমনি সাকিব তো আর প্রতিদিনই জ্বলে উঠবেন না।
ভয় আছে প্রতিপক্ষের বোলিং লাইন আপ নিয়েও। উড়ন্ত ছন্দে থাকা পেসার মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা যে কোনো দলেরই ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দিতে যথেষ্টই পারঙ্গম। আছেন বিশ্বসেরা দুই লেগি ‘কুল-চা’ (যুভেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব) জুটিও। কী হবে? কী হবে? সবত্রই যেন চাপা এক আতঙ্ক।
তবে মোসাদ্দেক শোনালেন আশার কথা। যার পরতে পরতে ছিল ভারত বধের দৃঢ় প্রত্যয়, ‘আমরা টুর্নামেন্টের এমন একটা পর্যায়ে আছি আমার মনে হয় না ভারত কিংবা অন্য কোনো দলের বোলিং নিয়ে চিন্তা করার কিছু আছে। অবশ্যই ভারত শক্ত প্রতিপক্ষ। যদি আমরা ভালো কিছু করতে পারি অবশ্যই ফল আমাদের পক্ষে আসবে। উইকেট ব্যাটসম্যানদের জন্য হেল্পফুল হতে পারে। যদি আগে ফিল্ডিং করি প্রথম ১০ ওভারে ২-৩ উইকেট বের করার চেষ্টা করবো।’
২ জুলাই বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বিশ্বকাপ স্পেশাল মোসাদ্দেক র্যাবিটহোল