টিম হোটেল হায়াৎ রিজেন্সির গেইটে এসে দাঁড়ালেন মোহাম্মদ সাইফউদ্দিন। গায়ে অনুশীলনের জার্সি, মাথায় ক্যাপ, হাতে ব্যাট। একটু বাইরে বেরিয়ে এসে ডানে বাঁয়ে তাকালেন। কাউকে না দেখে ফোন দিলেন। ওপাশ থেকে কী ভেসে এলো বোঝা গেল না। কিন্তু তার অবয়বে মন খারাপের প্রতিচ্ছবি স্পষ্ট।
হোটেলের নিরাপত্তা কর্মীদের সঙ্গে কী কী যেন বললেন। এরপর খানিক বাদে হোটেলের ভেতরে ঢুকে গেলেন বাংলাদেশ দলের এই পেস বোলিং অলরাউন্ডার। লবিতে মিনিট দশেক দাঁড়িয়ে থেকে আইসিসির দুর্নীতি দমন বিভাগের গাড়িতে চড়ে রওনা দিলেন এজবাস্টনের উদ্দেশ্যে।
পাঁচ দিনের ছুটি আজই মাশরাফিদের প্রথম দিনের অনুশীলন। এজবাস্টনের প্র্যাকটিস এরিয়ায় বিশ্বকাপে ভারত বধের এই প্রস্তুতি চলবে স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সেই লক্ষ্যে দুপুর ১২টায় বার্মিংহামের টিম হোটেল থেকে অনুশীলনের উদ্দেশ্যে ছেড়ে গেছে টাইগারদের টিম বাস। যেখানে ছিলেন না কেবল সাইফউদ্দিন।
আগামী ২ জুলাই এই এজবাস্টনেই বিশ্বকাপের হেভিওয়েট ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি