অরেঞ্জ আর্মিরাই সর্বোচ্চ রান সংগ্রাহক
৩০ জুন ২০১৯ ১৯:৩১
বিশ্বকাপের ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নামে ইংলিশরা। দারুণ এক সেঞ্চুরি করে বিদায় নেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। বিশ্বকাপের আগে শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বেয়ারস্টো। খেলেছিলেন অরেঞ্জ আর্মি খ্যাত সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে।
বেয়ারস্টোর খেলা হায়দ্রাবাদের এই দলটিতেই ছিলেন ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান আর কেন উইলিয়ামসন। হায়দ্রাবাদের দলপতি ছিলেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। ওপেনিংয়ে ছিলেন বেয়ারস্টো-ওয়ার্নার। বিদেশি কোটা পূরণে আর দলের কম্বিনেশন ঠিক রাখতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি সাকিব।
সাকিব আইপিএল চলাকালীন হায়দ্রাবাদের সঙ্গে থেকেই অনুশীলন চালিয়ে গেছেন। নিজেকে প্রস্তুত করেছেন বিশ্বকাপের জন্য। সেই পরিশ্রম বৃথা যেতে দেননি সাকিব। বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন, বল হাতেও আছেন দুর্দান্ত। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় হায়দ্রাবাদের দুই তারকা সাকিব-ওয়ার্নারের একটা প্রতিযোগিতা চলছে।
এই রিপোর্ট খেলা অবধি ভারত-ইংল্যান্ড ম্যাচের প্রথম ইনিংস শেষ। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে হায়দ্রাবাদে খেলে আসা ওয়ার্নার (৫১৬ রান)। দুইয়ে আছেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ (৫০৪ রান)। দুজনই খেলেছেন ৮টি করে ম্যাচ। ৬ ম্যাচ খেলা সাকিব (হায়দ্রাবাদ) আছেন তিন নম্বরে। বিশ্বসেরা এই অলরাউন্ডার দুটি সেঞ্চুরি আর তিনটি ফিফটিতে করেছেন তৃতীয় সর্বোচ্চ ৪৭৬ রান। চারে থাকা ইংলিশ তারকা জো রুট ৮ ম্যাচে করেছেন সাকিবের সমান ৪৭৬ রান। পাঁচে থাকা কিউই দলপতি উইলিয়ামসন (হায়দ্রাবাদ) ৭ ম্যাচে করেছেন ৪৫৪ রান। ৭ ম্যাচে ৩৭৮ রান করে এই তালিকায় ছয়ে পাকিস্তানের বাবর আজম। ৮ ম্যাচে ৩৭০ রান করে সাত নম্বরে বেন স্টোকস। আর ৮ ম্যাচে ৩৫৬ রান করে ইংলিশ ওপেনার বেয়ারস্টো (হায়দ্রাবাদ) আছেন আট নম্বরে।
রোহিত শর্মা নয়ে আর মুশফিকুর রহিম দশে অবস্থান করছেন। হায়দ্রাবাদের চারজনই আছেন শীর্ষ দশ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। মোটা দাগে শীর্ষ আটজনের চারজনই খেলে এসেছেন টম মুডির কোচিংয়ে হায়দ্রাবাদের জার্সিতে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি
অরেঞ্জ আর্মি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল সাকিব সানরাইজার্স হায়দ্রাবাদ