কোহলির টানা পঞ্চম ফিফটি প্লাস ইনিংস
৩০ জুন ২০১৯ ২২:১৭
আগের ম্যাচে শচীন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে ২০ হাজার আন্তর্জাতিক রান স্পর্শ করেছেন ভারতের দলপতি বিরাট কোহলি। চলমান বিশ্বকাপের ৩৮তম ম্যাচে ইংলিশদের বিপক্ষে ৭৬ বলে সাতটি চারের সাহায্যে করলেন ৬৬ রান। এই বিশ্বকাপে এটি কোহলির টানা পঞ্চম ফিফটি প্লাস ইনিংস।
ইংলিশদের বিপক্ষে ৩৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের ২৯তম ওভারে লিয়াম প্লাংকেটের বলে জেমস ভিঞ্চের হাতে ধরা পড়েন কোহলি। তার আগে ওপেনার রোহিত শর্মার সঙ্গে স্কোরবোর্ডে যোগ করেন ১৩৮ রান।
আগের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ব্যক্তিগত ৩৭ রান করে ২০ হাজার রানের মাইলফলকে নাম লেখান ভারতীয় দলপতি। পরে ফিফটি করে বিশ্বকাপে টানা চার ম্যাচেই অর্ধশতকের দেখা পান। সেখানেই থেমে থাকেননি, এই বিশ্বকাপের চতুর্থ ফিফটিকে প্রথম সেঞ্চুরিতে রূপ দেওয়ার পথেই ছিলেন ভারতের এই রানমেশিন। ৭২ রানে উইন্ডিজ দলপতি জেসন হোল্ডারের বলে কাটা পড়ে কোহলির ইনিংস।
টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এখন কোহলির রান ২০ হাজারের উপরে। ১২তম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে নাম লিখিয়েছেন তিনি। শচীন-লারারা ২০ হাজার আন্তর্জাতিক রান স্পর্শ করেন ৪৫৩ ইনিংসে, সেখানে কোহলির লেগেছে ৪১৭ ইনিংস।
২৩৩তম ম্যাচের ২২৫তম ইনিংসে ওয়ানডে ক্যারিয়ারে ৪২তম সেঞ্চুরির পথে ছিলেন ওয়ানডেতে ১১ হাজারের বেশি রান করা কোহলি। ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করে এই তালিকায় চূড়ায় বসে আছেন শচীন, কোহলির পেছনে তিনে থাকা রিকি পন্টিংয়ের ওয়ানডেতে সেঞ্চুরি ৩০টি। চতুর্থ সর্বোচ্চ ২৮টি সেঞ্চুরি আছে সনাথ জয়সুরিয়ার, আর ২৭টি সেঞ্চুরি করে পাঁচে হাশিম আমলা।
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন কোহলি। ভারতীয় এই দলপতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ১৮ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে করেন ৭৭ রান। আফগানদের বিপক্ষে কোহলির ব্যাট থেকে আসে ৬৭ রান। আর উইন্ডিজের বিপক্ষে কোহলি করেন ৭২ রান। সবশেষ ইংলিশদের বিপক্ষে করলেন ৬৬ রান।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি