Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লারা-ওয়াহদের পাশে বসার সুযোগ ম্যাশের


১ জুলাই ২০১৯ ১৭:৪১

ভারতের বিপক্ষে মহারণে নামার আগে অকুতোভয় টাইগারদের দলপতি মাশরাফির সামনে কিংবদন্তিদের পাশে বসার সুযোগ। বিশ্বমঞ্চে ১১ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। যেখানে ৬ ম্যাচে জিতেছেন, ৫ ম্যাচে হেরেছেন। দলপতি হিসেবে ৫৪.৫৫ শতাংশ জয়ের হার নিয়ে ভারতের বিপক্ষে নামবেন ম্যাশ।

দলপতি হয়ে বিশ্বকাপে ৭টি করে ম্যাচ জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, রিচি রিচার্ডসন, অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, নিউজিল্যান্ডের মার্টিন ক্রো, ইংল্যান্ডের বর্তমান দলপতি ইয়ন মরগান আর অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। মাশরাফি যদি ভারতের বিপক্ষে ম্যাচটি জেতেন তাহলে লারা, রিচার্ডসন, স্টিভ ওয়াহ, মার্টিন ক্রোদের পাশে নাম লেখাবেন।

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ জিততে শিখেছে কেবল ছোট দলগুলোর বিপক্ষেই নয়, বড় দলগুলোর বিপক্ষেও। ধারাবাহিকভাবেই তার নেতৃত্বে ভালো পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশ। তার নেতৃত্বে টাইগাররা সবশেষ আফগানদের হারিয়েছে ৬২ রানে। এমনকি মাশরাফির নেতৃত্বেই প্রথমবারের মতো পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জেতে বাংলাদেশ। ৮৩ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন ম্যাশ। যেখানে জিতেছেন ৪৭ ম্যাচে, হেরেছেন ৩৪ ম্যাচে আর পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ।

আফগানদের বিপক্ষে জয়ের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই অ্যালিস্টার কুককে টপকে সাবেক অজি অধিনায়ক অ্যান্থনি টেইলরের পাশে বসেন মাশরাফি। ১৯৯৪ সালের ১৪ এপ্রিল থেকে ১৯৯৬ সালের ১৭ মার্চ পর্যন্ত অ্যান্থনি টানা ৪২টি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। লাল সবুজের জার্সিতে ২০১৭ সালের ১৭ মে থেকে ভারত ম্যাচ পর্যন্ত টানা ৪৪টি ম্যাচে নেতৃত্ব দেবেন ম্যাশ।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ম্যাচ জয়ের (শতাংশের বিচারে) দিক দিয়ে টাইগার অধিনায়ক পেছনে ফেলেছেন উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা, পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খান, ভারতের সৌরভ গাঙ্গুলি, মোহাম্মদ আজাহারউদ্দিন, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিংকেও। মাশরাফি ২০১০ সাল থেকে চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত ৮৩টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, যেখানে জয়ের হার ৫৮.০২ শতাংশ।

ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান জিতেছিল ৫৫.৯২ শতাংশ ম্যাচে, স্টিফেন ফ্লেমিং জিতিয়েছেন ৪৮ শতাংশ ম্যাচ। এখানেও কিংবদন্তিদের ছাড়িয়ে অবস্থান করছেন টাইগার অধিনায়ক মাশরাফি।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বিশ্বকাপ স্পেশাল মাশরাফি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর