Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিতে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা


১ জুলাই ২০১৯ ২৩:২৮

কোপা আমেরিকার সেমি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। বেলো হরিজন্তে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে একটা পরিসংখ্যান স্বস্তি দেবে আর্জেন্টাইনদের। আগামী বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ছয়টায় মিনেইরোতে কোপা আমেরিকার সেমি ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

২০১৪ সালে ব্রাজিলের মাটিতেই বিশ্বকাপের ফাইনালে হেরেছিল মেসির আর্জেন্টিনা। এরপর ২০১৫ সালের কোপা আমেরিকার আসরে চিলির বিপক্ষে ফাইনালে হেরেছিল তারা। পরের বছর কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালেও চিলির বিপক্ষে হারে মেসির দল। টানা তিনটি মেগা ইভেন্টের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনা। সবশেষ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

মেগা কোনো টুর্নামেন্টের সেমিতে নামার আগে আর্জেন্টিনা পজিটিভ রেকর্ড নিয়েই নামবে। ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপের আসর সহ অন্য আসরে ১৩ বারের সেমিতে ১২ বারই জিতেছে আর্জেন্টিনা। হেরেছে কেবল একটি ম্যাচে। সেটি ১৯৮৭ সালে। কোপা আমেরিকার ওই আসরে উরুগুয়ের বিপক্ষে সেমিতে আর্জেন্টিনা হেরেছিল ১-০ গোলের ব্যবধানে।

দেখে নেওয়া যাক সেমিতে জেতা আর্জেন্টিনার সেই ১২ ম্যাচের ফল:
অলিম্পিক গেমস, ১৯২৮: আর্জেন্টিনা ৬-০ মিশর
ফিফা বিশ্বকাপ ১৯৩০: আর্জেন্টিনা ৬-১ মার্কিন যুক্তরাষ্ট্র
ফিফা বিশ্বকাপ ১৯৮৬: আর্জেন্টিনা ২-০ বেলজিয়াম
ফিফা বিশ্বকাপ ১৯৯০: আর্জেন্টিনা ০-০ ইতালি, পেনাল্টিতে ৪-৩ ব্যবধানের জয়
ফিফা কনফেডারেশন্স কাপ ১৯৯২: আর্জেন্টিনা ৪-০ আইভরি কোস্ট
কোপা আমেরিকা ১৯৯৩: আর্জেন্টিনা ০-০ কলম্বিয়া, পেনাল্টিতে ৬-৫ ব্যবধানের জয়
কোপা আমেরিকা ২০০৪: আর্জেন্টিনা ৩-০ কলম্বিয়া
ফিফা কনফেডারেশন্স কাপ ২০০৫: আর্জেন্টিনা ১-১ মেক্সিকো, পেনাল্টিতে ৬-৫ ব্যবধানের জয়
কোপা আমেরিকা ২০০৭: আর্জেন্টিনা ৩-০ মেক্সিকো
ফিফা বিশ্বকাপ ২০১৪: আর্জেন্টিনা ০-০ নেদারল্যান্ডস, পেনাল্টিতে ৪-২ ব্যবধানের জয়
কোপা আমেরিকা ২০১৫: আর্জেন্টিনা ৬-১ প্যারাগুয়ে
কোপা আমেরিকা ২০১৬: আর্জেন্টিনা ৪-০ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

আর্জেন্টিনা কোপা আমেরিকা ব্রাজিল সেমি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর