Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজবাস্টনে আগুন ম্যাচের উত্তাপ


২ জুলাই ২০১৯ ১৫:৩৬

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচটিকে সামনে রেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘এজবাস্টনে আজ আগুন জ্বলবে।’ মাশরাফি-কোহলিদের মাঠের লড়াইয়ে সেই উত্তাপ কতটুকু টের পাওয়া যাবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে মাঠের বাইরের উত্তাপটা বেশ ভালভাবেই টের পাওয়া গেল। যেন কোন জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসছে।

মঙ্গলবারের (২ জুলাই) বারুদে ঠাসা ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। কিন্তু দুই দলের ভক্তরা উপস্থিত হয়েছেন সকাল সাড়ে ৬টায়। যা আগের কোন ম্যাচেই দেখা যায়নি। বার্মিংহাম তো বটেই কেউ এসেছেন বার্মিংহামের বাইরে থেকেও। কেউ আবার ইংল্যান্ডের বাইরে থেকে। প্রতিবেশি দেশ জার্মানি, ফ্রান্স, ইটালি থেকে প্রিয় দলের লড়াই গ্যালারিতে বসে উপভোগ করতে ছুটে এসেছেন।

বাংলাদেশ-ভারত দ্বৈরথে গ্যালারির সমর্থনে সব সময়ই এগিয়ে থাকে ভারত। ৩৫ হাজার দর্শক ধারণক ক্ষমতার এই মাঠের ৮০ ভাগ আসনই তাদের দখলে থাকে। আজও তার ব্যত্যয় ঘটেনি। হাজার হাজার ভারতীয় দর্শকের হর্ষধ্বণি, শ্লোগান, ঢোলের বাদ্য ও বাঁশির একটানা সুরে মুখরিত হয়ে উঠেছে গোটা এজবাস্টনের চত্বর।

পক্ষান্তরে সংখ্যায় কম হলেও বাংলাদেশী সমর্থকদের উল্লাস, উচ্ছ্বাসের কমতি দেখা গেল না। প্রিয় দেশকে সমর্থন জানাতে গায়ে লাল-সবুজের জার্সি, মাথায় লাল সবুজের বাহারি টুপি ও হাতে পতাকা নিয়ে টাইগারদের ভারত বধের প্রেরণার উৎস হতে এসেছেন।

সন্দেহ নেই শক্তিমত্তা, ফর্ম, ও মাঠের রণ কৌশলে এই ম্যাচে ভারতই এগিয়ে। তাইবলে বাংলাদেশ কী কম যাবে? মোটেই না। ম্যাচ জয়ের বিবেচনায় চলতি বিশ্বকাপে ভারত যদি হয় সবচাইতে ধারাবাহিক দল টাইগাররা সেখানে সবচাইতে ভয়ংকর। এমন কোন দল নেই যাদের ভয় দেখায়নি স্টিভ রোডস শিষ্যরা।

বিজ্ঞাপন

সেই ভরসাকে পাথেয় করেই আজ লাল সবুজের সমর্থকেরা এসেছেন। সবার একটিই প্রত্যাশা আজ আবার জ্বলে উঠবে মাশরাফির বাংলাদেশ। সেই জ্বলনে পুড়ে খাঁক হয়ে যাবে কোহলির ভারত। তাতে ২২ গজের বিশ্বযুদ্বের শেষ চারের শেষ আশাটুকু বেঁচে থাকবে ৫৫ হাজার বর্গমাইলের দেশটির।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: একাদশে রুবেল-সাব্বির, নেই মিরাজ-মাহমুদউল্লাহ

সারাবাংলা/এমআরএফ/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ-ভারত বিশ্বকাপ স্পেশাল র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর