গ্যালারিতে প্রাণ ফেরালেন ফিজ
২ জুলাই ২০১৯ ১৮:৪৩
রুবেল তোপে লোকেশ রাহুল (৭৭) ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে রিষাভ পান্তের সঙ্গে জুটি গড়ে ভারতীয়দের বড় সংগ্রহের জ্বালানি যুগিয়ে যাচ্ছিলেন ভারত দলপতি বিরাট কোহলি। চার-ছক্কার ফুরঝুরি ততটা না ছোটাতে পারলেও কুইক রানিং বিটুইন দ্য উইকেটে সিঙ্গেল আর ডাবলসে চোখ রাঙাচ্ছিলেন মাশরাফিদের।
এতে করে রাজ্যের নীরবতা নেমে এসেছিল টাইগার গ্যালারিতে। তার আগে তামিম ইকবালের ক্যাচ মিসের সুযোগে রানের চাবুক মেরে দলকে ১৮০ রানে পৌঁছে দিয়ে বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ফিরেছেন ‘হিট ম্যান’ রোহিত (৯২ বলে ১০৪)।
ইনিংসে ৩৯তম ওভারে এসে গ্যালারির চেহারাই বদলে দিলেন টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। এক বল বিরতিতে তুলে নিলেন ভারতের দুই পিরামিডসম ব্যাটসম্যানকে। ওভারের দ্বিতীয় বলে বিরাট কোহলিকে কাটার বিষ ঢেলে মিড উইকেটে তুলে দিলেন রুবেলের তালুতে। ক্রিজছাড়া হলেন এই ভারতীয় টর্নেডো ব্যাটসম্যান।
তার আগে ২৭ বল খেলে তিন চারে দলকে দিয়ে গেছেন ২৬ রান।
চতুর্থ উইকেটে রিষাভকে সঙ্গ দিতে এলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ফিজ তোপে সুবিধা করে উঠতে পারেননি। ওভারের চতুর্থ বলে তাকে শূন্যহাতে তুলে দিলেন সৌম্য সরকারের নিরাপদ তালুতে। একই ওভারে দু দুটি বড় উইকেটের পতনে এখন বেশ স্বস্তিতে লাল সবুজের গ্যালারি। থেকে থেকে সেখান থেকে ভেসে আসছে, বাংলাদেশ! বাংলাদেশ।
একটু আগেও যেখানে কেবল ‘ভারত’ ‘ভারত’ ধ্বনির জয়জয়কার ছিল।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/জেএইচ
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিরাট কোহলি বিশ্বকাপ স্পেশাল মোস্তাফিজুর রহমান