আবাহনীর আরেকটি ইতিহাসের সামনে এখন কোরিয়ান ক্লাব
২ জুলাই ২০১৯ ১৯:১০
ঢাকা: প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে এএফসি কাপের নক আউট পর্ব নিশ্চিত করা ঢাকা আবাহনীর সামনে এখন আরেকটি ইতিহাসের সুযোগ তৈরি হয়েছে। এবার ইন্টার-জোন সেমি ফাইনালে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল ২৫ স্পোর্টস ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আকাশি-হলুদরা।
আজ মঙ্গলবার (২ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি কাপের ইন্টার-জোন ও জোনাল ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।
ড্রয়ে ছয়বারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়নরা ইন্টার-জোন সেমি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উত্তর কোরিয়ার সামরিক ফুটবলার কেন্দ্রিক ক্লাব এপ্রিল ২৫ এসসিকে।
চলতি বছরের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোরিয়ান দলটির সঙ্গে প্রথম লেগ খেলবে আবাহনী। দ্বিতীয় লেগের ম্যাচটি পিয়ংইয়ংয়ে এপ্রিল ২৫ এসসি মাঠে ২৮ আগস্ট খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
ইন্টার-জোনের আরেক সেমি ফাইনালে আলটিন আসিরের সঙ্গে খেলবে আসিয়ান জোনাল চ্যাম্পিয়ন্স। দুই সেমি ফাইনাল জয়ীরা ইন্টার জোন ফাইনাল খেলবে সেপ্টেম্বরের ২৫ থেকে অক্টোবরের ২ তারিখের মধ্যে।
সেই ফাইনাল জিতলে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ হবে ওয়েস্ট জোন ফাইনালিস্ট একটি দল। যেখানে লড়াই করছে দুটি দল। আল জাজিরা ও আল আহেদ। ফাইনালটি হবে ২ নভেম্বরে।
সারাবাংলা/জেএইচ