ক্রিকেটারদের জবাব দিতে হয় মাঠে: সাইফউদ্দিন
৩ জুলাই ২০১৯ ০২:২৭
ক্রিকেটার ভালো করলে মাথায় তুলে নাচা যেমন বাংলাদেশের সমর্কদের স্বভাব, তেমনি খারাপ করলে ছুঁড়ে ফেলতেও পিছপা হয় না তারা। কিন্তু ক্রিকেটারদের জবাব দিতে হয় মাঠে। পারফরম্যান্স করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরির কারণে খেলতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সংবাদমাধ্যমে খবর বের হয়, বড় দলের বিপক্ষে ভয়ে খেলবেন না বলে ইনজুরির অজুহাতে তিনি সরে দাঁড়িয়েছেন। পরে এই পেস অলরাউন্ডার সংবাদমাধ্যমকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেও সফল হননি।
সেই থেকে সাইফউদ্দিন বড় কোনো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্স করে নিজেকে প্রমাণের অপেক্ষায় ছিলেন। সুযোগটা পেয়ে যান মঙ্গলবার (২ জুলাই) ভারতের বিপক্ষে। তবে যোগ্য সঙ্গীর কারণে সেটা হয়নি। এজবাস্টনে ভারতের বিপক্ষে হারের পর সেমি ফাইনালের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের।
ম্যাচ শেষে সাইফউদ্দিন জানালেন, ‘আমাদের খেলোয়াড়দের কিছু করার থাকে না, জবাব দিতে হয় মাঠেই। মাঠের বাইরে জবাব দেয়ার কোনো মাধ্যম নেই। আমরা খেলোয়াড়রা চেষ্টা করি মাঠে নিজেদের প্রমাণ করতে।’
সাইফউদ্দিন ভারতের বিপক্ষে উইকেট না পেলেও ৩৮ বলে অপরাজিত ৫১ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। উইকেটে তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। ম্যাচ হারের পর হতাশ হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন উইকেটে। তার আগে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন ৯টি বাউন্ডারি।
মিক্সড জোনে এসে সেই হতাশা উগড়ে দিলেন, ‘কিছু দিন আগে আমাকে নিয়ে একটা খারাপ খবর বেরিয়েছিল। বড় দলের বিপক্ষে আমি নাকি ভয়ে ইনজুরির অজুহাত দেখিয়ে সরে যাই। আমি সেটা মেনে নিতে পারিনি। জেদ কাজ করেছে যে, বড় দলের বিপক্ষে ম্যাচ জিতিয়ে নায়ক হবো।’
তার ভাষায়, ‘ভারতের বিপক্ষে আমি মাঠে নামার সময় থেকেই ইচ্ছা ছিল ম্যাচ জেতাব। আমার নামে যে গুজব রটেছে তা যেন ভুল প্রমাণ করতে পারি। কিন্তু পারলাম না।’
ব্যক্তিগতভাবে ভালো করলেও দল হারায় খুশি হতে পারছেন না এই পেস অলরাউন্ডার, ‘ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি কখনই ভাবি না। যদি আমি পারফরম্যান্স নাও করতাম দল সেমি ফাইনাল খেলতো তাহলে ভালো লাগত। দল জিতে সেমি ফাইনালে গেলে সেটা স্মরণীয় হয়ে থাকতো।’
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারবাংলা/এমআরএফ/এমআরপি
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ-ভারত র্যাবিটহোল সাইফউদ্দিন