Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমি নিশ্চিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের


৩ জুলাই ২০১৯ ১৫:০৪

বিশ্বকাপের সেমি ফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ দলপতি ইয়ন মরগ্যান। বুধবার (৩ জুলাই) ডারহামের রিভারসাইড কাউন্টি গ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। গাজী টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

বিশ্বকাপে মুখোমুখি দুই দল: মোট ম্যাচ: ০৮টি, নিউজিল্যান্ড জয়ী: ০৫টি, ইংল্যান্ড জয়ী: ০৩টি।মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৮৩টি, নিউজিল্যান্ড জয়ী: ৪১টি, ইংল্যান্ড জয়ী: ৩৬টি, ড্র: ২টি, পরিত্যক্ত: ৪টি।

বিজ্ঞাপন

ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাংকেট, জোফরা আর্চার, আদিল রশিদ, এবং মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ম্যাট হেনরি, টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট।

দুই দলের অবস্থান: আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে ইংলিশরা। বিশ্বকাপের আগে থেকেই র‍্যাংকিংয়ের শীর্ষ স্থানে ইংলিশরা। তবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ভারতের কাছে শীর্ষ স্থান হাতছাড়া করে ইংল্যান্ড। এরপর ভারতের বিপক্ষে জয় দিয়ে আইসিসির র‍্যাংকিংয়ে আবারও শীর্ষ স্থান পুনঃদখল করে মরগানরা। অন্যদিকে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তিনে অবস্থান করছে নিউজিল্যান্ড।

তবে ম্যাচটি যখন বিশ্বকাপের তখন রেটিং পয়েন্ট কিংবা র‍্যাংকিংয়ের অবস্থান দিয়ে ম্যাচের গুরুত্ব বিশ্লেষণ হয় না। ম্যাচের উত্তাপের দেখা মেলে কেবল খেলার ময়দানেই। যেখানে সমানে সমান লড়াই করে দু’দল। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের বিপক্ষের লড়াইয়ে কিছুটা এগিয়ে কিউইরা। বিশ্বকাপে দুই দলের আট দেখায় ব্ল্যাক ক্যাপসরা জিতেছে ৫ ম্যাচ, অন্যদিকে ইংল্যান্ডের জয় ৩টিতে।

বিজ্ঞাপন

ইংল্যান্ড বিশ্বকাপে দারুণ শুরু হয়েছিল কিউইদের। প্রথম তিন ম্যাচের সবক’টি ম্যাচেই জয় আর চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় কিউইদের ম্যাচ। এরপর উইন্ডিজদের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়। আর নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার ৬ উইকেটের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে, এরপরের ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে, আফগানদের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়। ভারতের বিপক্ষে পরিত্যক্ত আর এরপর দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারায় কিউইরা। এরপর উইন্ডিজের বিপক্ষে মাত্র ৫ রানের নাটকীয় জয়। পাকিস্তানের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানের হার আর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের বড় দুই হারে এখনো নিশ্চিত হয়নি কিউইদের সেমি ফাইনাল। তাই তো বিশ্বকাপের সেমি নিশ্চিতে লক্ষ্যে ইংলিশদের বিপক্ষে লড়বে ব্ল্যাকক্যাপসরা।

অন্যদিকে বিশ্বকাপে স্বাগতিক ইংলিশদের উড়ন্ত সূচনা হলেও পাকিস্তান, শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার কাছে হেরে শঙ্কায় পড়ে ইংল্যান্ডের সেমিতে খেলার স্বপ্ন। তবে ভারতের বিপক্ষে ৩১ রানের শেষ ম্যাচের জয়ে আবারও সমীকরণে ফিরেছে ইংলিশরা। দলের হয়ে জনি বেয়ারেস্টো এবং জেসন রয় ব্যাট হাতে নাচাচ্ছেন বোলারদের আর জোফরা আর্চার ঘুম হারাম করছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।

সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে দু’দলেরই জয়ের বিকল্প নেই। ইংল্যান্ড, নিউজিল্যান্ড এখন পর্যন্ত কোনো দলেরই নিশ্চিত হয়নি সেমির জায়গা। আর তাই তো সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া দু’দলই।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: ম্যারাডোনা-রোনালদো আর ‘সুপারম্যান’ সাকিব!

সারাবাংলা/এসএস

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টস

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর