নিউজিল্যান্ডকে অপেক্ষায় রেখে সেমিতে ইংল্যান্ড
৩ জুলাই ২০১৯ ২৩:২১
চলমান বিশ্বকাপের ৪১তম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড-নিউজিল্যান্ড। দুই দলের জন্যই ম্যাচটি ছিল মহা-গুরুত্বপূর্ণ। কিউইদের অপেক্ষায় রেখে সেমির টিকিট কাটলো স্বাগতিক ইংলিশরা। কেন উইলিয়ামসনের দলকে ১১৯ রানে হারিয়ে সেমিতে উঠলো ইয়ন মরগানের দল।
সেমি ফাইনাল নিশ্চিতের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। ওপেনার জনি বেয়ারস্টোর টানা দ্বিতীয় সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংলিশরা তোলে ৩০৫ রান। জবাবে, ৪৫ ওভারে সব উইকেট হারিয়ে কিউইরা তোলে ১৮৬ রান।
৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার আগে সেমি ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ভারতও সেমির টিকিট কেটেছে। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে তিনে উঠা ইংলিশরা সেমিতে উঠলো। কিউইরা ১১ পয়েন্ট নিয়ে চারে। গ্রুপপর্বে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের আর কোনো ম্যাচ নেই।
৯ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান, ৮ পয়েন্ট নিয়ে ছয়ে শ্রীলঙ্কা আর ৭ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ। তিন দলেরই একটি করে ম্যাচ বাকি। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে আর শ্রীলঙ্কা খেলবে সেমি নিশ্চিত করা ভারতের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার একটি করে ম্যাচ বাকি। তবে, এই তিনটি দলই বিদায় নিয়েছে দ্বাদশ বিশ্বকাপ থেকে। বাংলাদেশ-শ্রীলঙ্কারও সেমির স্বপ্ন শেষ। পাকিস্তান বাংলাদেশকে হারালে তাদের পয়েন্ট হবে কিউইদের সমান ১১, তাতে দুই দলের নেট রানরেটে এগিয়ে থাকা দলটিই সেমিতে উঠবে। পাকিস্তানের সেমিতে উঠতে হলে বাংলাদেশকে হারাতে হবে ৩১৬ রানের ব্যবধানে!
বুধবার (৩ জুলাই) চেস্টার লি স্ট্রিটে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ১২৩ রান তুলে নেন ওপেনার জনি বেয়ারস্টো এবং জেসন রয়। ৬১ বলে আটটি চারের সাহায্যে ৬০ রান করে বিদায় নেন জেসন রয়। বেয়ারস্টো টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান। ৯৯ বলে ১৫টি চার আর একটি ছক্কায় করেন ১০৬ রান। তিন নম্বরে নেমে জো রুট করেন ২৪ রান।
জস বাটলার ব্যক্তিগত ১১ রানে বিদায় নেন। দলপতি ইয়ন মরগান ৪০ বলে পাঁচ বাউন্ডারিতে করেন ৪২ রান। বেন স্টোকসের ইনিংস সমাপ্তি হয় ১১ রানে, ক্রিস ওকস ফেরেন ৪ রানে। লিয়াম প্লাংকেট ১২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন, আদিল রশিদ শেষ ওভারে বিদায়ের আগে ১২ বলে করেন ১৬ রান।
কিউই পেসার ট্রেন্ট বোল্ট দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ১০ ওভারে ৫৬ রান খরচায় তুলে নেন ২ উইকেট। মিচেল স্যান্টনার ১০ ওভারে ৬৫ রান খরচায় পান একটি উইকেট। ম্যাট হেনরি ১০ ওভারে ৫৪ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। কলিন ডি গ্রান্ডহোম ১ ওভারে ১১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ১০ ওভারে ৪১ রানের বিনিময়ে দুটি উইকেট পান জিমি নিশাম। টিম সাউদি ৯ ওভারে ৭০ রান খরচায় একটি উইকেট পান।
৩০৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল ৮ আর হেনরি নিকোলস ০ রানে বিদায় নেন। দলপতি কেন উইলিয়ামসন ৪০ বলে ২৭ রান করে বিদায় নেন। অভিজ্ঞ রস টেইলর ৪২ বলে করেন ২৮ রান। টম ল্যাথাম ৬৫ বলে পাঁচটি বাউন্ডারিতে করেন ৫৭ রান। জিমি নিশামের ব্যাট থেকে আসে ১৯ রান। কলিন ডি গ্রান্ডহোম (৩) বেশিদূর যেতে পারেননি। মিচেল স্যান্টনারও ১২ রানে ফেরেন। টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্টরা টানতে পারেননি।
ইংলিশ পেসার ক্রিস ওকস একটি, জোফরা আর্চার একটি, লিয়াম প্লাংকেট একটি, মার্ক উড তিনটি, বেন স্টোকস একটি, আদিল রশিদ একটি করে উইকেট পান।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি