মুশফিককে নিয়ে ভয় নেই
৪ জুলাই ২০১৯ ১৯:১৯
এই দিয়ে এক বিশ্বকাপেই দুইবার চোটাক্রান্ত হলেন মুশফিকুর রহিম! টন্টনে উইন্ডিজ ম্যাচের আগের দিন নেটে ব্যাটিং অনুশীলনেরর সময় বাঁহাতের কব্জিতে চোট পেয়েছিলেন। বৃহস্পতিবার (৪ জুলাই) চোট পেলেন কনুইয়ে।
লর্ডসে পাকিস্তান ম্যাচের প্রস্তুতির সময় নেট বোলারের বল তার কনুইয়ে আঘাত করে। মাঠে প্রাথমিক চিকিতসার পর ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয় মুশফিককে।
তবে শঙ্কার কিছু নেই। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে তিনি খেলবেন কী না, অফিসিয়াল সেই সিদ্ধান্তর জন্য যথারীতি টাইগার ফিজিও তিহান চন্দ্রমোহনের দিকে তাকিয়ে থাকতেই হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একথা জানালেন টাইগার হেড কোচ স্টিভ রোডস।
তিনি বলেন, ‘নেটে ব্যাটিংয়ের সময় মুশফিক কনুইয়ে হালকা চোট পেয়েছে। ফিজিওর সঙ্গে দেখা করার সুযোগ আমি এখনো পাইনি। আমি আশা করছি সে ঠিক হয়ে হয়ে যাবে। আমি বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারব।’
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি