অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ হকিতে রায়েরবাজার
৪ জুলাই ২০১৯ ২২:০৮
ঢাকা: হকির নির্বাচনে চমক উপহার দেয়া নতুন কমিটির প্রথম টুর্নামেন্ট গ্রীন ডেল্টা ইন্সুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগ শেষ হলো আজকে। ২০১৬ সালে চার নাম্বারে থাকা রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাব এবার ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নাম লিখালো প্রথম বিভাগ হকিতে।
পুরো টুর্নামেন্টে ৪১ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ৫ টি গোল। লিগের সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচে ঢাকা ইয়াং স্টারকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ হকি লিগে খেলার যোগ্যতা অর্জন করলো দলটি।
টুর্নামেন্টের রানার্সআপ হয়েছে ঢাকা ইয়াংস্টার। দিনের অপর ম্যাচে রক্তিম সংঘ ও উদিতির মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।
লিগ শেষে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের সিনিয়র কনসালটেন্ট এএসএ মুইজ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মাসুদ করিম ও হকি ফেডারেশনের নির্বাহী কমিটির কর্তারা। টুর্নমেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রায়েরবাজারের মুন। আর ফাইনালের সেরা খেলোয়াড় ইয়াংস্টারের রানা।
সারাবাংলা/জেএইচ