Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপন গতিতেই এগুচ্ছে ‘বিসিবি’


৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৩৮

সারাবাংলা ডেস্ক

দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্ভিক ক্রিকেটের এই সংস্থাটি শুধু যে ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ তা নয়। বাংলাদেশ হকি ফেডারেশনের অচলাবস্থা কাটিয়ে তুলতেও এগিয়ে এসেছিল বিসিবি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের সময়ও দেখা গেছে বিসিবির অভিভাবকসুলভ কর্মকাণ্ড। বাফুফে নির্বাচনে সালাউদ্দিন বিরোধী পক্ষ ছুটে গিয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।

ক্রিকেটের বাইরে নিজ থেকে কাজ করতে আর হকির সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা দূর করতে অগ্রণী ভূমিকাই রেখেছে বিসিবি-ই। হকি ফেডারেশন বিদেশি কোচ আনতে চাইলে সেই টাকা বিসিবি বহন করে।

তবে, সাম্প্রতিক সময়ে বিসিবির সমালোচনায় মেতে উঠেছে ক্রিকেটপ্রেমীরা। আর কিছুই নয়, বিপিএলে লো-স্কোরিং ম্যাচ আর সমালোচিত উইকেট নিয়েই দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ওপর মহা-ক্ষিপ্ত ক্রিকেটপ্রেমীরা। একটু ভেতরে গেলে বুঝা যাবে, সমালোচিত এই বিসিবি-ই এবারের বিপিএলকে বিশ্ব ক্রিকেটের সামনে তুলে ধরেছে। শুধু তাই নয়, দেশের ক্রিকেটকে ছড়িয়ে দিতে এবারের বিপিএল আসরকে চট্টগ্রাম-ঢাকার পাশাপাশি সিলেটকেও সুযোগ করে দিয়েছিল বিপিএল উত্তেজনায় মেতে ওঠার। সিলেট-ঢাকা-চট্টগ্রাম পর্ব শেষ করে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। আর এখানে ফিরেই সমালোচনায় বিদ্ধ বিসিবি।

বিসিবি কিন্তু শুধু বিপিএল চালিয়েই বসে নেই। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর বেশ দ্রুত সময়ে নতুন কোচ নিয়োগ দিতে চাইছে দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরুর উত্তরসূরি কে হবেন, সেটি এখনো নিশ্চিত না হলেও টাইগারদের জন্য বেশ ভালোমানের একজন কোচ খুঁজতে ‘হাই প্রোফাইল’ কোচদের সিভি বিশ্লেষণে ঘাম ঝরাচ্ছে বিসিবি। শুধু বিপিএল আর কোচের মধ্যেই বিসিবি বসে নেই। বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার অংশগ্রহণে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের মাটিতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজনেও কাজ করছে। একই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। ত্রিদেশিয় সিরিজের আগেই হবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। সেটা নিয়েও কাজ করছে বিসিবি। সীমিত ওভারে দুই সিরিজের পর মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। তাতে করে শ্রীলঙ্কা সিরিজের মাঝেই তিন জাতির ক্রিকেট যুদ্ধের স্বাদ পাবেন দেশের দর্শকরা।

বিপিএল-কোচ কিংবা জাতীয় দলের সিরিজ আয়োজনের পাশাপাশি বিসিবি ভারতে খেলতে পাঠিয়েছে লতা মন্ডল, শায়লা শারমীন, সালমা খাতুন, জাহানারা, রুমানা আহমেদের। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে কাজ অব্যাহত রেখেছে দেশের ক্রিকেটের এই সংস্থাটি। সম্প্রতি যুব টাইগারদের এশিয়া কাপ খেলিয়ে এনে বিপিএলে খেলার সুযোগ করে দিয়েছিল বিসিবি। এরপর আবারো তাদের ক্যাম্পে ফিরিয়ে অনুশীলন করাবে বিশ্বকাপে পাঠানোর জন্য।

আবার আসা যাক উইকেট নিয়ে বিসিবির সমালোচনার দিকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা করায় গত সোমবার (৪ ডিসেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলপতি তামিম ইকবালকে কারণ দর্শানোর চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের প্রতি বিসিবির নেয়া এমন পদক্ষেপকে মোটেও ভালো চোখে দেখেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভক্তরা। তবে, বলে রাখা ভালো বোর্ডের চুক্তিবদ্ধ সিনিয়র কোনো ক্রিকেটার হোম অব ক্রিকেটের উইকেটকে যখন বিশ্বের সামনে সরাসরি ’জঘন্য’ বলে মন্তব্য করেন তখন সেটা জুনিয়রদের উসকে দেওয়ার সামিল। বিসিবি তাই তামিমকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। এবারের বিপিএলে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেসার আল আমিন হোসেন এবং সিলেট সিক্সার্স স্পিনার শরীফুল্লাহ। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিভিউ কমিটি কাজ চালিয়ে যাবে।

বাংলাদেশে এখন আলোচিত শব্দ ‘বিপিএল জুয়া’৷ চায়ের দোকান থেকে মার্কেট, এমনকি ঘরোয়া আড্ডায় ক্রিকেটে ‘টাকা লাগানোর ব্যবসা’ শুরু হয়েছে বিপিএলের শুরুতেই। এই জুয়া এখন ছড়িয়ে পরেছে শহর থেকে গ্রামে। স্টেডিয়ামে বসেও বিপিএল জুয়ায় মেতে উঠার অভিযোগ পাওয়া গেছে। তাতেও সরব বিসিবি। বিপিএল দেখতে এসে স্টেডিয়ামে বসেই জুয়া খেলতে থাকায় মোট ৭৭ জনকে চিহ্নিত করেছিল বিসিবির দুর্নীতি দমন ইউনিট। জুয়া খেলতে থাকা ৭৭ জনের মধ্যে ৬৫ জন ছিল বাংলাদেশি। জুয়া খেলায় ১২ অভিযুক্ত বিদেশির ১০ জন ভারতীয়। এন্টি করাপশন ইউনিট ও সিকিউরিটি ইউনিট বেশ কয়েকজনকে চিহ্নিত করে তাদেরকে স্টেডিয়াম এলাকা থেকে বের করে দেয়। বিসিবি সচেতনতামূলক প্রচার করার পাশাপাশি বিপিএল ম্যাচের বিরতিতেই জায়ান্ট স্ক্রিনে এসব নিয়ে সকলকে সচেতন করছে।

সারাবাংলা/এমআরপি/০৬ ডিসেম্বর ২০১৭


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর