সাইফের ইয়র্কারে পাকিস্তানি দর্শকদের মাথায় হাত!
৫ জুলাই ২০১৯ ১৮:১৮
সাইফউদ্দিনের বলে ফখর জামান আউট হয়েছিলেন সেই কখন! পাকিস্তানের দলীয় রান তখন মাত্র ২৩। সাইউদ্দিনের অফস্ট্যাম্পের বাইরের বল পয়েন্টের ওপর দিয়ে খেলতে গেলে সেখানে মেহেদি হাসান মিরাজের হাতে জমে যান ফখর (১৩)। দ্বিতীয় উইকেটে ইমাম উল হককে সঙ্গে নিয়ে বাবার আজম খেললেন ইম্প্যাক্ট ক্রিকেট। মাশরাফি, মোস্তাফিজদের, সাকিবদের বোলিং লাইন আপ ভেঙে চুরে বাউন্ডারির পসরা সাজিয়ে পাকিস্তানকে বিশাল সংগ্রহের অপার সম্ভাবনা তৈরি করেছিলেন।
লর্ডসের গ্যালারি তখন পাকিস্তান! পাকিস্তান! ধ্বনিতে প্রকম্পিত। পক্ষান্তরে লাল সবুজের গ্যালারি একেবারেই নিরব, নিথর। যেন ইমাম, বাবরদের প্রতিটি রানই তাদের স্বপ্ন ভঙ্গের আগাম জানান দিচ্ছিলো। একটি শব্দ নেই। চুপ চাপ।
ঠিক তখন জ্বলে উঠলেন টাইগার পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দারুণ এক ইয়র্কারে বাবরের পায়ে বল লাগিয়েই জোরালো আবেদন তুললেন। আম্পায়ারও আঙুল তুলে দিলেন। ব্যাস, গ্যালারির উল্লাস দিক বদলে আশ্রয় নিল টাইগার গ্যালারিতে। পাকিস্তান গ্যালারিতে তখন সবারই মাথায় হাত। ভেসে এল ‘ও নো’ ও নো!
অবশ্য এর কারণও আছে। বাবার আজম তখন ক্যারিয়ারের ১১তম ওয়ানডে সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দুরে। তাছাড়া খেলছিলেনও দারুণ ছন্দে। যা থামিয়ে দিলেন সাইফউদ্দিন।
সারাবাংলা/এমআরএফ/জেএইচ