১১ বছর আগেও সেমিতে নেতৃত্ব দেন কোহলি-উইলিয়ামসন
৭ জুলাই ২০১৯ ১৯:০২
দ্বাদশ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচের পর নির্ধারিত হয় সেমি ফাইনালে কে কার বিপক্ষে খেলবে। আগামী মঙ্গলবার (০৯ জুলাই) দুপুর সাড়ে তিনটায় প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর সাড়ে তিনটায় দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। ম্যাচটি হবে বার্মিংহামের এজবাস্টনে। আর রোববার (১৪ জুলাই) দুপুর সাড়ে তিনটায় লন্ডনের লর্ডসে হবে ফাইনাল ম্যাচটি।
গ্রুপপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সেমিতে নামবে ভারত। আর চান নম্বরে থাকা কিউইরা ভারতের বিপক্ষে নামবে। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি আর কিউইদের নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।
১১ বছর আগে আইসিসির ইভেন্ট বিশ্বকাপে নিজ নিজ দেশকেও নেতৃত্ব দিয়েছিলেন কোহলি-উইলিয়ামসন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নিজ নিজ দলের অধিনায়ক ছিলেন তারা। ২০০৮ সালের সেই ম্যাচটিও ছিল সেমি ফাইনালের ম্যাচ। যেখানে কিউইদের ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেই আসরে কোহলির দল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে। রানার্সআপ হয় দক্ষিণ আফ্রিকা। সেই আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি, সর্বোচ্চ রান করেছিলেন ভারতের তন্ময় শ্রীভাসতাভা (২৬২)। সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পারনেল।
কুয়ালালামপুরের সেমি ফাইনালে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারায় ভারত। ম্যাচ সেরা হন কোহলি। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে কিউইরা তোলে ২০৫ রান। বৃষ্টির কারণে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৪৩ ওভারে ১৯১। ৪১.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত জয়ের বন্দরে পৌঁছে।
সেই ম্যাচে ব্যাটিংয়ে নেমে কোরি আন্ডারসন ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেছিলেন। দ্বাদশ বিশ্বকাপে কিউই দলে থাকা অধিনায়ক উইলিয়ামসন করেছিলেন ৩৭ রান, টিম সাউদি করেন ১১ রান। ভারতের বিশ্বকাপ দলের অধিনায়ক কোহলি সেই ম্যাচে ৭ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। তার মধ্যে উইলিয়ামসনের উইকেটটিও নিয়েছিলেন কোহলি। এই বিশ্বকাপের স্কোয়াডে থাকা রবীন্দ্র জাদেজা সেই ম্যাচে ৬ ওভারে ২১ রান দিয়ে পেয়েছিলেন একটি উইকেট।
ব্যাটিংয়ে নেমে ভারতীয় দলপতি কোহলি ৫৩ বলে পাঁচটি বাউন্ডারিতে করেন ৪৩ রান। রবীন্দ্র জাদেজা ১ রান করে সাজঘরে ফেরেন। নিউজিল্যান্ডের টিম সাউদি ৯ ওভারে ২৯ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ট্রেন্ট বোল্ট ৮ ওভারে ২৬ রান খরচায় পান একটি উইকেট। কোরি আন্ডারসন ৪ ওভারে ২৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। উইলিয়ামসন ১ ওভারে ৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি