কোর্টনি ওয়ালশকে ছেড়ে দিচ্ছে বিসিবি!
৮ জুলাই ২০১৯ ১৭:৪২
২০১৬ সালের আগস্টে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অতি গুরুত্বপূর্ণ এই বিভাগটিতে খুব একটা উন্নতি দেখাতে পারেননি কোর্টনি ওয়ালশ। ছন্নছাড়া লাইন লেংথ ও অতি হিসেবি হয়ে ওঠায় প্রায় প্রতিটি সিরিজ ও টুর্নামেন্টেই মাশরাফি, মোস্তাফিজদের বোলিং সমালোচিত হয়েছে। শিষ্যদের এই ধারাবাহিকতা বজায় ছিল চলতি বিশ্বকাপেও।
সঙ্গত কারণেই হয়তো এই ক্যারিবীয়ান কিংবদন্তি পেসারকে কোচের পদে রাখা সমীচিন মনে করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আগামী ২২ জুলাই বিসিবি সভায় তার বিদায়ের চূড়ান্ত ঘোষণা আসার কথা রয়েছে। তাছাড়া বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্তই। তবে সিদ্ধান্ত এলেও এ মাসেই তাকে বিদায় দেওয়া হচ্ছে না। চলতি মাসে শ্রীলঙ্কা সফর শেষে ওয়ালশকে বিদায় জানিয়ে দেওয়া হতে পারে।
কোর্টনির পাশাপাশি বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে হেড কোচ স্টিভ রোডস ও স্পিন কোচ সুনিল যোশিরও। বিসিবি সূত্রে জানা গেছে, স্টিভ অতি ভদ্র এবং কোনো সিদ্ধান্ত ভুল হলেও তার প্রতিবাদ তিনি করেন না। এই নিশ্চুপ আচরণই তার কাল হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া দলের পরিকল্পনায়ও তিনি খুব একটা সম্পৃক্ত থাকেন না।
ফলে চলতি মাসে টাইগারদের শ্রীলঙ্কা সফর শেষে হয়তো হেড কোচ ভূমিকায় তাকে আর দেখা যাবে না। স্পিন কোচ সুনিল যোশিও নাকি তার পদাঙ্ক অনুসরণ করছেন!
আঙুল উঠেছে ফিজিও তিহান চন্দ্রমোহনের দিকেও। কথায় কাজে ভীষণ নির্লিপ্ত এই শ্রীলঙ্কান অস্ট্রেলিয়া প্রবাসীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত একরকম চূড়ান্তই।
তবে স্বপদে বহাল থাকছেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিল্ডিং কোচ রায়ান কুক।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি