কতটুকু ভূমিকা রেখেছেন দলের টপ স্কোরাররা
৮ জুলাই ২০১৯ ১৮:১০
দ্বাদশ বিশ্বকাপ শুরুর আগে থেকেই বলা হয়েছিল, এই বিশ্বকাপ হবে রান বন্যার বিশ্বকাপ। হরহামেশাই এখানে ৩০০ প্লাস রানের ইনিংস দেখা যাবে। তেমনটিই দেখা গেছে, ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটসম্যানরা রান পেয়েছেন। দলীয় সংগ্রহ বড় করতে দলগুলো নিজেদের সেরাটা দিয়েই ব্যাট করেছে। প্রতিটি দলেই ছিলেন দুর্দান্ত একেকজন ব্যাটসম্যান, যারা দলকে টেনে নিয়ে গেছেন।
ওয়ানডে বিশ্বকাপ ১৯৭৫ সালে শুরু হলেও প্রথম চারটি বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ দেওয়া হয়নি। ১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার দেওয়া হয়। সেবার সেমি ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড-পাকিস্তান আর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ফাইনাল হয়েছিল পাকিস্তান-ইংল্যান্ডের। সেমি থেকে বিদায় নিলেও ৪৫৬ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন নিউজিল্যান্ডের মার্টিন ক্রো।
১৯৯২ বিশ্বকাপের টপ স্কোরার মার্টিন ক্রো কিউইদের দলীয় সর্বমোট রানের ২৬.৪ শতাংশ রান করেছিলেন। ১৯৯৬ বিশ্বকাপের টপ স্কোরার শচীন টেন্ডুলকার ভারতের মোট রানের ৩৩.৮ শতাংশ, ১৯৯৯ বিশ্বকাপের টপ স্কোরার রাহুল দ্রাবিড় দলের মোট রানের ২৩.৮ শতাংশ, ২০০৩ বিশ্বকাপের টপ স্কোরার শচীন দলের মোট রানের ২৭.৯ শতাংশ, ২০০৭ বিশ্বকাপের টপ স্কোরার অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন দলের ২৪.৩ শতাংশ, ২০১১ বিশ্বকাপের টপ স্কোরার শ্রীলঙ্কান তারকা তিলকারত্নে দলের ২৪.১ শতাংশ এবং ২০১৫ বিশ্বকাপের টপ স্কোরার নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল দলের মোট রানের ২৭.১ শতাংশ রান করেছিলেন।
এই বিশ্বকাপের গ্রুপপর্বের ৪৫ ম্যাচ শেষ। বাকি আছে সেমি ফাইনালের দুটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচটি। এর মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ভারতের ওপেনার রোহিত শর্মা। তাকে অনুসরণ করছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সাকিবের বিশ্বকাপ শেষ হয়েছে ৬০৬ রান করে।
এখন অবধি দ্বাদশ বিশ্বকাপের প্রতিটি দলের টপ স্কোরারদের হিসেব দাঁড় করালে সেখানে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন। দলের মোট রানে ৩০.২৩ শতাংশ রান করেছেন উইলিয়ামসন। বলে রাখা ভালো, এই হিসেবে দলের অতিরিক্ত রান যোগ করা হয়নি।
ভারতের রোহিত শর্মা দলের মোট রানের ২৯.০৫ শতাংশ রান করেছেন। তিন নম্বরে আছেন সাকিব। টাইগারদের দলীয় মোট রানের ২৮.২৫ শতাংশ রান করেছেন সাকিব। সাকিবের পরে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি অজিদের মোট রানের ২৫.০২ শতাংশ রান করেছেন।
এই তালিকায় পাঁচ থেকে দশে আছেন যারা:
পাকিস্তান-বাবর আজম-২৪.৫১ শতাংশ
দক্ষিণ আফ্রিকা-ফাফ ডু প্লেসিস-২১.০১ শতাংশ
ওয়েস্ট ইন্ডিজ-নিকোলাস পুরান-২০.০১ শতাংশ
ইংল্যান্ড-জো রুট-১৯.০৭ শতাংশ
শ্রীলঙ্কা-কুশল পেরেরা-১৮.১৬ শতাংশ
আফগানিস্তান-রহমত শাহ-১৪.৮০ শতাংশ
প্রথম সেমি ফাইনালে ভারসাম্যপূর্ণ দল ভারতের বিপক্ষে লড়বে নড়বড়ে ব্যাটিং লাইন আপের কিউইরা। অন্যদিকে বিশ্বকাপের সেরা ব্যাটিং লাইন আপ নিয়ে স্বাগতিক ইংলিশরা লড়বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ৯ জুলাই। আর দ্বিতীয় সেমি ফাইনাল হবে বৃহস্পতিবার, ১১ জুলাই। ১৪ জুলাই লর্ডসে হবে দ্বাদশ বিশ্বকাপের ফাইনাল।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি
ওয়ার্নার ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টপ স্কোরার বিশ্বকাপ স্পেশাল রোহিত র্যাবিটহোল সাকিব