Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রতিক ফর্ম নিয়ে ভাবছেন না উইলিয়ামসন


৮ জুলাই ২০১৯ ২১:১৯

পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন ম্যাচ হারে বিশ্বকাপের সেমি ফাইনালে আসতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশ, পাকিস্তান ম্যাচ ছাড়া এক পর্যায়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা বাংলাদেশ ও পাকিস্তান বিদায় নেওয়ায় আরও একবার ২২ গজের বিশ্বযুদ্ধের শেষ চার নিশ্চিত করতে পেরেছে কিউইরা। আর এখানেই যত স্বস্তি অধিনায়ক কেন উইলিয়ামসনের। শেষ তিন ম্যাচে দল ফর্মহীনতায় ভুগলেও সেমির মহারণে ভারতের বিপক্ষে নিজ দলকেই এগিয়ে রাখছেন।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুলাই) ওল্ড ট্রাফোর্ডে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘এটা এমন একটা মঞ্চ যেখানে সবাই কঠোর পরিশ্রম দিয়ে এসেছে। এখানে সব কিছুই নতুন। শুরুটাও হবে নতুন করে। পেছনের কথা ভেবে লাভ নেই। অতএব আপনি জানে না কাল কি হবে। তাছাড়া এখানকার প্রতিদ্বন্দ্বীরা বিগত বছরগুলোতেও একে অপরের বিপক্ষে খেলেছে এবং একে অপরকে হারিয়েছে। তাই সুযোগ সবার জন্যই আছে।’

অধিনায়ক কেন উইলিয়ামসন ও বিরাট কোহলির জন্য মঙ্গলবারের এই ম্যাচটি যেন ইতিহাসের পুনরাবৃত্তি। ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালেও এই দুই দলের দ্বৈরথ দেখেছিল ক্রিকেট বিশ্ব। যেখানে ভারতকে নেতৃত্বে দিয়েছিলেন কোহলি আর কিউদের উইলিয়ামসন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেই যুব বিশ্বকাপে উইলয়ামসদের বিপক্ষে বৃষ্টি আইনে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিল কোহলি ও তার দল।

এবারও কী সেই পুনরাবৃত্তি দেখা যাবে? সাংবাদিকদের করা এমন প্রশ্নে সরাসরি না বলেননি কিউই দলপতি, ‘সত্যি বলতে আমি এভাবে ভাবছি না। তবে ঘটনাটি দারুণ। কয়েক বছর পর আবার আমরা একে অপরের মুখোমুখি। তবে মঞ্চটা একটু ভিন্ন। অবশ্যই স্পেশাল এবং সেই দলের অধিনায়ক থাকতে পেরে সম্মানিত বোধ করছি।’

বিজ্ঞাপন

সেমি ফাইনালে ভারত বধে দলটির টপ অর্ডারের দিকে নিশানা তাক করেছেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক। কেননা তিনি ভালো করেই জানেন বিশ্বকাপে ৫ সেঞ্চুরি করা রোহিত এবং সমান সংখ্যক ফিফটি করা কোহলি উইকেটে থিতু হয়ে গেলে অন্যান্য দলগুলোর মতো তারাও স্রেফ উড়ে যাবেন।

কিউই অধিনায়ক যোগ করেন, সত্যি বলতে শুরুতেই ওদের ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্পই নেই। এটাই হবে আমাদের প্রধান কাজ। রোহিত এবারের বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং করছে। কিন্তু আমরা জানি এটা বিশ্বকাপের সেমি ফাইনাল। দুই দলই কন্ডিশন বিবেচনা করে উইকেটে থিতু হতে এবং টপ অর্ডারদের দ্রুত ফিরিয়ে দিতে চেষ্টা করবে। দেখা যাক কী হয়।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ নিউজিল্যান্ড ভারত র‌্যাবিটহোল সেমি ফাইনাল

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর