Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঙ্কা সফরের সবুজ সংকেত মিলেছে


৯ জুলাই ২০১৯ ১৫:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন ভয়াবহ বোমার হামলার ঘটনায় কেঁপে উঠেছিল গোটা শ্রীলঙ্কা। হামলার প্রভাবে বাংলাদেশ- শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। কেননা দল পাঠানোর আগে দেশটিতে পর্যাপ্ত নিরাপত্তা আছে কিনা, সেটাই দেখতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

অবশেষে সেই সবুজ সংকেত মিলেছে। গেল দুই মাস ধারাবাহিকভাবে দেশটিতে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে নিরাপত্তা দল সফরের সবুজ সংকেত দিয়েছে। ফলে বিশ্বকাপ শেষ না হতেই লঙ্কা অভিযানের প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে।

মঙ্গলবার (৯ জুলাই) সারাবাংলাকে এই তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিজ্ঞাপন

তার মতে, ‘আমরা শ্রীলঙ্কার নিরাপত্তা নিয়ে সবুজ সংকেতের অপেক্ষায় ছিলাম। সিগন্যাল পেয়ে গেছি। ২২ কিংবা ২৩ জুলাই আমরা শ্রীলঙ্কা যাবো। প্রথম ওয়ানডে ম্যাচ খেলবো ২৬ জুলাই, দ্বিতীয়টি ২৮ জুলাই আর তৃতীয়টি ৩১ জুলাই।’

আরও পড়ুন: নতুন দায়িত্বটা মিডল ওভারে ব্যাটিং: কোহলি

সারাবাংলা/এমআরএফ/এসএস

ক্রিকেট টাইগার বাংলাদেশ-শ্রীলঙ্কা লঙ্কা সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর