নিউজিল্যান্ড ম্যাচ জিতলে হয়তো সেমি ফাইনালে থাকতাম: সুজন
৯ জুলাই ২০১৯ ১৮:৫০
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে বাংলাদেশ পেয়েছিল দারুণ শুরু। পরের ম্যাচে সেই মোমেন্টামে নিউজিল্যান্ডকেও বাগে পাওয়া গিয়েছিল। কিন্তু উইকেট বুঝতে নাকি একমত হতে পারেনি দল। ব্যবহৃত উইকেটে কত রানের জন্য ছোটা দরকার তা ঠিক করা যায়নি। ২৪৪ রান করে ২ উইকেটে হারের পর আরও ২০ রানের আক্ষেপ বেড়েছে।
সেই ম্যাচে ত্রাতার ভূমিকায় কেউ যদি রানটি করে দিতে পারতেন তাহলে হয়তো বিশ্বকাপের শেষ চার বাংলাদেশের জন্য অসম্ভব হতো না। কাজেই বিশ্বকাপে বাংলাদেশের আক্ষেপ হয়ে থাকল ৫ জুন ওভালের ওই ম্যাচটিই।
বিশ্বকাপ মিশন শেষ দেশে ফিরে মঙ্গলবার (৯ জুলাই) বিসিবিতে সংবাদ মাধ্যমের সামনে সেই আক্ষেপই করলেন টাইগার ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘কিছু ম্যাচে হয়তোবা আমরা ভালো করিনি। কিন্তু প্রতি ম্যাচেই আমরা ভালো ক্রিকেট খেলেছি। প্রতিদ্বন্দ্বিতাও করেছি। হয়তো কোনো কোনো ক্ষেত্রে ভাগ্য আমাদের সহায় ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে জিতলে হয়তো আমরা সেমি ফাইনালে থাকতাম।’
নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আক্ষেপের পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের ভ্রান্ত রণকৌশল নিয়েও বিষাদগার করলেন সাবেক এই দলপতি। কেননা প্রতিটি বড় ম্যাচেই তার দল রক্ষণাত্মক মনোভাবে খেলেছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন অধিনায়ক মাশরাফি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক খেলে কাজ হবে না। ইংল্যান্ডের বিপক্ষে রক্ষণই হবে আসল আক্রমণ।’
ঠিক একই মনোভাব অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষেও ছিল। অর্থাৎ ‘বিগ থ্রি’র বিপক্ষে তিন ম্যাচ বাংলাদেশ জিততে পারবে না আগেই ধরে রাখা হয়েছিল। যা নামান্তরে ভালো পরিণতি বয়ে আনেনি।
খালেদ মাসুদ জানালেন, ‘আমাদের কিছু কৌশলগত ভুল ছিল হয়তো। যেটা পরে মনে হয়েছে। আল্টিমেটলি আমি কাউকে দায়ী করি না। ছেলেরা তাদের সেরা চেষ্টা করেছে। প্রতি ম্যাচেই তারা জেতার চেষ্টা করেছে।’
শেষটাও আক্ষেপে করলেন এই টাইগার টিম ম্যানেজার, ‘সাকিব যেভাবে পারফর্ম করে গেছে, মুশফিক কিংবা মোস্তাফিজ; এভাবে পুরো দল হিসেবে আমরা পারফর্ম করতে পারিনি। সময়মতো আমরা জ্বলে উঠতে পারিনি।’
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি