Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তিন সেমিতে ব্যর্থ কোহলি


১০ জুলাই ২০১৯ ১৬:৪৯

দ্বাদশ বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি ফাইনালে উঠেছে ভারত। দলের অধিনায়ক বিরাট কোহলিও ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে। সেমি ফাইনালে কোহলির ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের ছুঁড়ে দেওয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের টপঅর্ডাররা পুরোপুরিই ব্যর্থ। দলীয় ৫ রানেই বিদায় নিয়েছেন ওপেনার রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং দলপতি কোহলি।

এই বিশ্বকাপে শুরু থেকেই আলোচ ছড়াচ্ছেন রোহিত শর্মা। এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ডও গড়েছেন। সেমিতে গিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন রোহিত। ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন মাত্র ১ রান। আরেক ওপেনার লোকেশ রাহুলও ১ রান করে একইভাবে একই বোলারকে উইকেট দিয়েছেন।

বিজ্ঞাপন

তিন নম্বরে নামা বিরাট কোহলিকে বিদায় করেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এলবির ফাঁদে পড়ে বিদায়ের আগে বিশ্বসেরা কোহলির ব্যাট থেকে আসে ১ রান। এবার নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেছেন ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা কোহলি। ২০১১ বিশ্বকাপের সেমি ফাইনালে মোহালিতে পাকিস্তানের বিপক্ষে কোহলি করেছিলেন ৯ রান। ২০১৫ বিশ্বকাপের সেমি ফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১ রান। ২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলি করলেন ১ রান।

তিন বিশ্বকাপের সেমি ফাইনালে সিঙ্গেল ডিজিটেই সাজঘরের পথ ধরতে হয়েছে কোহলিকে। তিন বিশ্বকাপের সেমিতে কোহলির মোট রান ১১, ব্যাটিং গড় ৩.৬৭। সেমিতে হিরো হতে পারেননি কোহলি, টানা তিন সেমিতে থাকলেন জিরো হয়ে। এদিকে, বিশ্বকাপের নকআউট পর্বে ছয় ম্যাচ খেলে তার রান হচ্ছে ৭৩, গড় ১২!

বিজ্ঞাপন

বিশ্বকাপের নকআউট পর্বে কোহলির ইনিংসগুলো:
২৪ (৩৩ বলে), ৯ (২১ বলে), ৩৫ (৪৯ বলে), ৩ (৮ বলে), ১ (১৩ বলে) এবং ১ (৬ বলে)

সেমির আগে এই বিশ্বকাপে কোহলির ইনিংসগুলো:
১৮, ৮২, ৭৭, ৬৭, ৭২, ৬৬, ২৬, ৩৪* এবং ১

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

কোহলি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল সেমি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর