Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ রানের আক্ষেপে অভিষেক সেঞ্চুরি মিস


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৬

সারাবাংলা ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আগের ইনিংসে ব্যাট হাতে নেমেই ফিরেছিলেন লিটন দাস। সুরাঙ্গা লাকমলের অফ স্ট্যাম্পের উপরে থাকা বলটি ছেড়ে বোল্ড হয়েছিলেন প্রথম বলেই। দ্বিতীয় ইনিংসে তাই চাপটা ঘাড়েই চেপে বসেছিল লিটনের। কি মনে করে ব্যক্তিগত ৯৪ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে অভিষেক সেঞ্চুরি বঞ্চিত হলেন লিটন। তবে, এটাই তার ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস।

বিজ্ঞাপন

সেই চাপকে পাশ কাটিয়ে সাদা পোশাকের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার পথেই ছিলেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসের ৮৩তম ওভারে রঙ্গনা হেরাথের বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে চেয়েছিলেন। দিলরুয়ান পেরেরার তালুবন্দি হওয়ার আগে খেলেছেন ১৮২ বল। তাতে বাউন্ডারি ছিল ১১টি।

মাত্রই সপ্তম টেস্ট খেলতে নামা লিটন এর আগে দু’বার ফিফটির দেখা পেয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে এসেছিলেন। একাদশে জায়গা পেয়ে নির্বাচকদের আস্থা ধরে রাখলেন লিটন দাস।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার লিটন প্রথম শ্রেণির ৪৫ ম্যাচে ৭৬ ইনিংসে ব্যাট করে ১০টি সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন ১৭টি হাফ-সেঞ্চুরি। ৬৯ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারেও আছে চারটি সেঞ্চুরি আর ১৩টি হাফ-সেঞ্চুরি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর