Thursday 14 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মর্যাদার লড়াইয়ে আত্মবিশ্বাসী ফিঞ্চ


১০ জুলাই ২০১৯ ২০:৩৭

ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই তো মর্যাদা রক্ষার প্রাণপন লড়াই। ক্রিকেটের প্রাচীনতম দ্বৈরথ বলতে এই দুই দলের ম্যাচকেই বোঝায়। দুই দলই আবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট। বিশেষ করে অ্যাশেজের মধ্য দিয়ে দুই দলের লড়াই পেয়েছে অন্য রকম এক মাত্রা। ক্রিকেট অভিজাত্যের কথা বললেও সবার আগে আসে এই দুই দলের নাম।

সেই দুই দলই এবারের বিশ্বকাপে দ্বিতীয় সেমি ফাইনালটি খেলতে যাচ্ছে। প্রথম সেমি ফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

চলতি বিশ্বকাপে লিগ পর্বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। যেখানে ৬৪ রানের জয়ে মাঠ ছেড়েছিল অজিরা। সেই ধারাবাহিকতা শেষ চারের এই ম্যাচেও ধরে রাখতে আত্মবিশ্বাসী অজি দলপতি অ্যারন ফিঞ্চ।

বুধবার (১০ জুলাই) এজবাস্টনে সংবাদ সম্মেলনে তিনি জানালেন, ‘আমার কাছে বিশ্বকাপ সবসময়ই বিশেষ কিছু্। এটা প্লেয়ারদের ভেতর থেকে সেরাটা বের করে আনে। তাছাড়া বিশ্বকাপে আমাদের অর্জনের পাল্লাটাও বেশ ভারী। মানে আমি বলতে চাইছি, শেষ ৫ বিশ্বকাপের চারটিতেই আমরা জিতেছি। নিঃসন্দেহে এটা অনেক বড় অর্জন। তাছাড়া এই ম্যাচটিকে সামনে রেখে আমাদের দলটিও অনেক আত্মবিশ্বাসী।’

ওয়ানডে দু’দলের লড়াইয়ের খেরখাতা খুললে দেখা যাবে ইংল্যান্ডের চাইতে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপে তো কথাই নেই। সবশেষ ইংলিশরা জয় পেয়েছিল সেই ১৯৯২ সালে। এরপর শুধুই ক্যাঙ্গারুর দেশের জয়-জয়কার। ১৪৮ বারের মুখোমুখি লড়াইয়ে অজিরা জিতেছে ৮২টি ম্যাচে আর ইংল্যান্ড ৬১টি ম্যাচে।

বোঝাই যাচ্ছে মুখোমুখি লড়াইয়ের হিসেবে অজিরা কতটা এগিয়ে। তবুও আগামীকালের ম্যাচে প্রতিপক্ষকে সমীহ করেই কথা বললেন ফিঞ্চ। আবার এটাও বলে রাখলেন, শেষ পর্যন্ত যারা স্নায়ুচাপ সামলে রাখবে, তারাই ফাইনালের টিকিট কাটবে।

বিজ্ঞাপন

ফিঞ্চ যোগ করেন, ‘এবারের বিশ্বকাপে ইংল্যান্ডও ফেভারিট। ওরা কিন্তু বিশ্বকাপের জোর দাবীদার। যেভাবে ওরা এবারের ম্যাচগুলোকে বদলে দিয়েছে সেটা অসাধারণ। তাছাড়া ওরা অনেক আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। প্রতিপক্ষ হিসেবে এগুলোকে আমলে নিতেই হচ্ছে। আমরা জানি ওরা ভালো খেলবে। ওরাও জানে আমরা ভালো খেলব। নিঃসন্দেহে চাপের ম্যাচ। সুতরাং যারা চাপ সামলে রাখতে পারবে, শুরুটা ভালো করবে সেটা হোক বোলিং কিংবা ব্যাটিংয়ে তারাই ফাইনালে যাবে। দুই দলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ।’

বৃহস্পতিবার (১১ জুলাই) বার্মিংহামেরে এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল র‌্যাবিটহোল সেমি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর