অজি বধে ইংলিশদের ডারহাম প্রেরণা
১০ জুলাই ২০১৯ ২১:১১
বিশ্বকাপে ইংল্যান্ডের আপসেট ম্যাচ কোনটি? সবাই একবাক্যে বলবেন শ্রীলঙ্কার কাছে হার। কেননা ফর্ম, ও টিম বিবেচনায় চলতি বিশ্বকাপে লঙ্কানদের চাইতে যোজন যোজন এগিয়ে ছিল ইয়ন মরগানরা। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। পয়েন্ট টেবিলের ৬ এ থেকে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দলটির কাছেও কল্কে পায়নি হট ফেভারিটরা। বৃহস্পতিবার (১১ জুলাই) এজবাস্টনে সেমি ফাইনাল মহারণের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ দলপতি মরগানকে সেই বিস্মৃতি মনে করিয়ে দেওয়া হলে তিনি জানান, ‘ওই হার আমাদের ব্যথিত করে।’
তবে বিস্মৃতি ধরে বসে থাকার পাত্র নন ইংলিশ দলপতি। গেল চার বছর যে খেলা তার দল উপহার দিয়েছে এবং চলতি বিশ্বকাপে ডারহামে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে, সেই স্মৃতিই তাকে শেষচারের মহারণে উজ্বীবিত করে তুলছে। স্বপ্ন দেখাচ্ছে অজি বধের। স্বপ্ন দেখাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলার। ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করেছে কিউইরা।
ঠিক এক সপ্তাহ আগের কথা। ডারহামের চেস্টার লি স্ট্রিটে নিউজিল্যান্ডকে ১১৯ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। ইংলিশদের দেওয়া ৩০৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৮৬ রানেই গুটিয়ে গিয়েছিল কিউরা। এই জয়টিই বিশ্বকাপে সেমি ফাইনালের মহারণে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া বধের জ্বালানি যোগাচ্ছে স্বাগতিকদের।
মরগান জানালেন, ‘আমার ধারণা আমরা আগের তিন ম্যাচের চাইতেও বেশি আত্মবিশ্বাসী। ওই ম্যাচগুলোর থেকে আমরা ভিন্ন একটি দল। শ্রীলঙ্কার কাছে হার আজও আমাদের ব্যথিত করে। আবার প্রেরণা খুঁজে পাই যখন মনে করি, গত চার বছর আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি। ডারহামে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টিও আমাদের দারুণ প্রেরণা জোগায়। আশা করব ঠিক তেমনই একটি ম্যাচ আগামীকালও উপহার দিতে পারব।’
কিন্তু দুই দলের দ্বৈরথের পরিসংখ্যান এগিয়ে রাখছে অজিদেরই। ওয়ানডেতে ১৪৮ বারের মুখোমুখি লড়াইয়ে অজিরা জিতেছে ৮২টি ম্যাচে আর ইংল্যান্ড ৬১টি ম্যাচে। বিশ্বকাপের পরিসংখ্যানও অ্যারন ফিঞ্চদের পক্ষে কথা বলছে। বিশ্বমঞ্চে দুই দলের ৮ বারের লড়াইয়ে ৬বারই জিতেছে অজিরা। আর ইংলিশরা ২ বার। ইংল্যান্ড সবশেষ জয়ের মুখ দেখেছিল সেই ১৯৯২ বিশ্বকাপে। এবারের বিশ্বকাপের লিগ পর্বেও তার ব্যতিক্রম হয়নি।
তবে আগামীকাল এজবাস্টনের গল্পটি অন্য রকম হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন স্বাগতিক দলপতি, ‘ এজবাস্টনের দর্শকরা অবশ্যই আমাদের শক্তি। তারা আমাদের অবিচ্ছেদ্য অংশও। ধারণা করছি এটা আমাদের এগিয়ে রাখবে। দর্শকদের জন্যই এজবাস্টনে আমাদের সাফল্যের হার বেশি। উইকেট যেমন আমাদের সহায়তা করে, তেমনি দর্শকদের সমর্থনও।’
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
অস্ট্রেলিয়া ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল র্যাবিটহোল সেমি ফাইনাল