Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম টেস্ট ড্র


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪০

সারাবাংলা ডেস্ক

সকালে খানিকটা এগিয়ে থেকেই মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু চট্টগ্রাম টেস্টে শেষ দিনের পুরো দিনটাই ব্যাট করে বাংলাদেশ। শেষ সেশনে স্বাগতিকরা ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান করলে দুই দলের অধিনায়ক ড্র মেনে নেয়। মাহমুদউল্লাহ ২৮ ও মোসাদ্দেক ৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে চতুর্থ দিনের শেষ সেশনে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। দলীয় ৫২ রানের মাথায় দিলরুয়ান পেরেরার বলে চান্ডিমালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ৪৮ বলে ১৯ রান করা ইমরুল কায়েস। এরপর সান্দাকানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৬২ বলে ৪১ রান করে সাজঘরে ফিরে যান তামিম। দলীয় ৮১ রানে হেরাথের বলে মেন্ডিসের হাতে ধরা পড়েন ২ রান করা মুশফিক। এরপরই শেষ হয় চতুর্থ দিনের খেলা।

এরপর পঞ্চম দিনে লিটন দাসের সঙ্গে ১৮০ রানের জুটি গড়ে ১৭৪ বলে ব্যক্তিগত ১০৫ রান করে আউট হন মুমিনুল। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি তোলেন মুমিনুল। দলীয় ২৭৯ রানে হেরাথের বলে পেরেরার হাতে ক্যাচ দিয়ে প্রথম সেঞ্চুরির কাছে গিয়েও ৯৪ রানে বিদায় নেন লিটন।

সারাবাংলায় দেখুন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ

 

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তোলে ৫১৩ রান। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে ২০০ রান এগিয়ে ইনিংস ঘোষণা করে ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে লঙ্কানরা তোলে ৭১৩ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১ এবং মোস্তাফিজ ৮ রান করেন। শ্রীলঙ্কার লাকমল তিনটি, হেরাথ তিনটি, সান্দাকান দুটি উইকেট পান।

বিজ্ঞাপন

নিজেদের প্রথম ইনিংসে লঙ্কান ওপেনার করুনারত্নে ০, কুশল মেন্ডিস ১৯৬, ডি সিলভা ১৭৩, রোশেন সিলভা ১০৯, চান্দিমাল ৮৭, ডিকওয়েলা ৬২, পেরেরা ৩২, হেরাথ ২৪, লাকমল ৯ রান করেন। বাংলাদেশের তাইজুল চারটি, মিরাজ তিনটি উইকেট পান। একটি করে উইকেট নেন মোস্তাফিজ, সানজামুল।

সারাবাংলা/এসএন/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর