Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায়ের আনুষ্ঠানিকতা সেরে গেলেন স্টিভ


১১ জুলাই ২০১৯ ১৯:২৪ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৯:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায়বেলায় নিজ কর্মস্থল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সকল আনুষ্ঠানিকতা শেষ করলেন মাত্রই গত হওয়া টাইগার হেড কোচ স্টিভ রোডস। বৃহস্পতিবার (১১ জুলাই) বিসিবিতে সশরীরে উপস্থিত হয়ে সিইও নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে একান্তে সকল হিসেব নিকেশ চুকিয়ে ফেলেছেন স্টিভ। জানা গেছে আজ রাতেই তিনি লন্ডনের বিমান ধরবেন।

বিদায় নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনননি এই ইংলিশ জেন্টল ম্যান। তবে সিইও নিজামউদ্দন জানিয়েছেন, বিসিবিতে আসাটা ছিল তার বিদায়ী আনুষ্ঠানিকতা। তিনি জানান, ‘এটা একটা আনুষ্ঠানিকতা ছিল। কিছু আনুসঙ্গিক বিষয় ছিল। সেগুলো শেষ করলাম।’

এদিকে গতকাল লন্ডনে ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, চাইলে স্টিভ রোডস শ্রীলঙ্কা সিরিজেও দায়িত্বপালন করতে পারেন।

বিজ্ঞাপন

প্রশ্ন উঠতেই পারে, তাহলে কেন আজই তিনি বিদায় নিচ্ছেন? পাপনের উদ্ধৃতি দিয়ে সুজনকে বিষয়টি জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘কিছু শর্ত থাকে। বোর্ড সভাপতিও সেটাই বলেছেন যে তিনি চূড়ান্তভাবে যাবেন কী না সেটা তার সিদ্ধান্ত। সেটি উনি আমাদের গতকাল জানিয়েছেন। আমরা সভাপতিকে রাতে জানিয়েছি রোডস আজই চলে যেতে চাইছেন।’

আর এর মধ্য দিয়েই শেষ হলো স্বল্প মেয়াদে আরেক কোচের বাংলাদেশ অধ্যায়। তার উত্তরসূরি হিসেবে যিনি আসবেন তিনিও কী এভাবে বিদায় নেবেন?

** কোচ আসে কোচ যায়

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

টাইগার কোচ বিদায় বিসিবি স্টিভ রোডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর