Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যারি কেইনদের হতাশা ঘোঁচাবেন মরগানরা?


১২ জুলাই ২০১৯ ১৯:৩০

১১ জুলাই, দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ইংলিশরা ফাইনালের টিকিট কেটেছে। ঠিক এক বছর আগে এই দিনেই ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে মাঠে নেমেছিল ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। সেই ম্যাচে জেতা হয়নি ইংলিশদের।

ঠিক ২৭ বছর পর আবারো ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১৯৯২ সালে সর্বশেষ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংলিশরা, এরপর কখনই ফাইনালে উঠা হয়নি সর্বোচ্চ পাঁচবারের আয়োজকদের। ফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ ভারতকে ১৮ রানে হারিয়ে আসা নিউজিল্যান্ড। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে আগামী রোববার (১৪ জুলাই) ফাইনালের মঞ্চে নামবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের জনপ্রিয় খেলা ফুটবল হলেও এবার একটু নড়েচড়ে বসেছে ইংলিশরা। মনে-প্রাণে চাইছে এই বিশ্বকাপটা জিতুক ক্রিকেটের জনক এই দেশটি। আধুনিক ফুটবলের জনকও ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপে যারা এক বছর আগে সেমি ফাইনালে হেরেছিল, হেরেছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও। চতুর্থ হয়ে ফিরতে হয়েছিল ডেলে আলি, হেন্ডারসন, লিনগার্ড, স্টার্লিং, হ্যারি কেইন, রাশফোর্ডদের।

১১ জুলাই, ২০১৮ মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামে হ্যারি কেইনের দলটি। ম্যাচের পঞ্চম মিনিটে ত্রিপিয়েরের গোলে লিড নেয় ইংলিশরা। ৬৮ মিনিটের মাথায় সমতায় ফেরে ক্রোয়েশিয়ানরা। সমতাসূচক গোলটি করেন পেরিসিক। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল সমতা থাকলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় সেমি ফাইনালটি। ১০৯তম মিনিটের মাথায় মারিও মানজুকিচের গোলে ২-১ গোলের লিড নেয় ক্রোয়েশিয়া। এই স্কোরেই ইংলিশদের কাঁদিয়ে ফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়ানরা।

বিজ্ঞাপন

২০১৮ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১৪ জুলাই সেন্ট পিটার্সবুর্গে ইংলিশদের প্রতিপক্ষ বেলজিয়াম। মুনিয়ের আর এডেন হ্যাজার্ডের গোলে ইংল্যান্ডকে ২-০ গোলে হারায় বেলজিয়াম। তাতে চতুর্থ হয়ে রাশিয়া থেকে ফিরতে হয়েছিল ইংল্যান্ডকে।

এক বছর আগের ১১ জুলাইতে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমি ফাইনাল থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ড ঠিক এক বছর পর নেমেছিল ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে। এবার হারেনি ইংলিশরা, হেসেখেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে। এক বছর আগের ১৪ জুলাই বেলজিয়ামের কাছে হেরে চতুর্থ হয়েছিল ইংল্যান্ড ফুটবল দল, ঠিক এক বছর পর ফাইনালের মঞ্চে নামতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। হ্যারি কেইনদের হতাশা এক বছর পর ঘুঁচিয়ে দিতে পারবে ইয়ন মরগানের দলটি?

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। রোববার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে তিনটায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড ফুটবল ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ফাইনাল বিশ্বকাপ স্পেশাল র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর